উত্তরবঙ্গে ট্রেনে যাতায়াত? রুট বাতিল বহু ট্রেনের, দেখুন…
১৮ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রামপুরহাট- চাতরা লাইনের ২৩ কিলোমিটার রেল পথ নির্মাণকাজ চলেছিল। প্রি ইন্টারলকিংয়ের কাজ করার জন্য ওই সময় ট্রেন চলাচলে বদল করেছিল রেল। বছর শেষ হওয়ার আগেই বাকি থাকা অংশের কাজ সেরে ফেলতে চায় রেল।

ট্রেনে যাতায়াত? রুট বাতিল বহু ট্রেনের, দেখুন…
প্রি ইন্টারলকিংয়ের (Pre-interlinking) কাজ করার জন্য ট্রেন চলাচলে নানা বদল হয়েছিল। বছর শেষের আগে ফের বাকি থাকা অংশের কাজ সেরে ফেলতে চায় রেল। এর জন্যেই বেশ কিছু রুটে বদল এসেছে।
১৮ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রামপুরহাট- চাতরা লাইনের ২৩ কিলোমিটার রেল পথ নির্মাণকাজ চলেছিল। প্রি ইন্টারলকিংয়ের কাজ করার জন্য ওই সময় ট্রেন চলাচলে বদল করেছিল রেল। বছর শেষ হওয়ার আগেই বাকি থাকা অংশের কাজ সেরে ফেলতে চায় রেল। সেই কাজ ফের শুরু হওয়ায় বদলে যায় বহু ট্রেনের রুট।
ছাতরা ও মুরারইয়ের মধ্যে তৃতীয় লাইন চালু করার জন্য সাহেবগঞ্জ-রামপুরহাট শাখায় ছাতরা-মুরারই স্টেশনে ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ১২ দিন প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিংয়ের কাজ করা হবে। সেই কারণেই ট্রেন চলাচলের সময়সূচিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে৷
কোন কোন ট্রেন বাতিল?
হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস
হাওড়া-জয়নগর এক্সপ্রেস
হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস
হাওড়া-গয়া এক্সপ্রেস
আপ এবং ডাউন দু দিকের ট্রেনই বাতিল থাকবে৷
কোন কোন ট্রেনের পথ পরিবর্তন?
শিয়ালদহ থেকে শিয়ালদহ-আলিপুরদুয়ার জংশন কাঞ্চনকন্যা এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর)৷
হাওড়া -রাধিকাপুর কুলিক এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর)
হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ১০ ডিসেম্বর)
শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ১১, ১৩, ১৬, ১৮ এবং ২০ ডিসেম্বর)
শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ১০, ১২, ১৪, ১৫, ১৭, ১৯ এবং ২১ ডিসেম্বর)
শিয়ালদহ-মালদহ টাউন গৌড় এক্সপ্রেস (ট্রেন যাত্রা শুরু করার দিন ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর)
শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস
শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল
কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস
কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস
কলকাতা-যোগবাণী এক্সপ্রেস
শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস
কলকাতা-শিলঘাট কাজিরাঙ্গা এক্সপ্রেস
বেঙ্গালুরু-গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস
কোন কোন ট্রেন ছাড়ার সময়ের পরিবর্তন-
আপ দিঘা-মালদহ টাউন এক্সপ্রেস
ডাউন মালদহ টাউন-সুরাত এক্সপ্রেস
সংক্ষিপ্ত করা হয়েছে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ-
সাহেবগঞ্জ-রামপুরহাট স্পেশাল
রামপুরহাট -গয়া এক্সপ্রেস স্পেশ্যাল
রামপুরহাট-কাটোয়া এক্সপ্রেস স্পেশ্যাল
আজিমগঞ্জ-রামপুরহাট স্পেশ্যাল-সহ আরও একাধিক ট্রেন