26/11 – ভয়ংকর মুম্বাই হামলার কাহিনী পর্দায়, ‘মুম্বাই ডায়রীজ’ তুলে ধরল বিভীষিকাময় কাহিনী

পেরিয়ে গেছে ১৩ বছর। তবু এখনও মুম্বাই আতঙ্কের ক্ষত সারেনি ভারতবাসীর মন থেকে। কাসাভের (Kasav) গুলিতে প্রাণ হারানো সেই কনস্টেবলের (Constable) আর্তনাদ আজও শোনা যায় বানিজ্য নগরীর অলিতে-গলিতে। ২০১৮ সালের ২৬ শে নভেম্বরের সেই অভিশপ্ত রাতের পটভূমিকায় (Plot) ভারতীয় চলচ্চিত্র জগতে বহু সিনেমা করা হয়েছে। এই তালিকার প্রথমেই নাম আসে নানা পট্টেকর অভিনীত ‘দ্য অ্যাটাক অফ 26/11’ (The Attack of 26/11) , অনুপম খের অভিনীত ‘হোটেল মুম্বাই’ (Hotel Mumbai) প্রভৃতি। কালের নিয়মে তাল মিলিয়ে সিনেমার পাশাপাশি এসেছে ওয়েবসিরিজ-ও।
এই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি ‘আমাজন প্রাইম ভিডিও’ (Amazon Prime Video) নামক ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) প্রযোজক মনীষা আডবাণী এবং মধু ভোজওয়ানির যৌথ প্রযোজনায় মুক্তি পেয়েছে থ্রিলার ওয়েবসিরিজ ‘মুম্বাই ডায়রীজ (Mumbai Diaries 26/11) ‘। এই ওয়েবসিরিজটির পরিচালনায় ছিলেন নিখিল আডবাণী ও নিখিল গনসালভেস। মোহিত রায়না, কঙ্কনা সেনশর্মা, টিনা দেশাই, শ্রেয়া ধন্বন্তরি, নাতাশা ভরদ্বাজ, সত্যজিৎ দুবে, মৃন্ময়ী দেশপাণ্ডেসহ বহু বিখ্যাত অভিনেতা-অভিনেত্রীদের এই ওয়েবসিরিজটিতে অভিনয় করেছেন।
২৬/১১ এর প্রেক্ষাপটে তৈরী এই ওয়েবসিরিজটির গল্পে জঙ্গি হামলার কেন্দ্রবিন্দু দেখানো হয়েছে মুম্বই হাসপাতালকে। পাশাপাশি উঠে এসেছে ‘তাজ প্যালেস’, “লিওপার্ড ক্যাফ’ এ জঙ্গিদের আক্রমণের কাহিনীও। সেই অভিশপ্ত রাত্রে মৎস্যজীবীদের ট্রলারে করে মুম্বাই নগরীর সমুদ্রসৈকতে উঠে আসে একদল জঙ্গি। আর তারপরেই শুরু হয় একের পর এক রক্ত দিয়ে হোলী খেলার কাহিনী।
এই ওয়েবসিরিজটিতে শুধু মুম্বই নগরীর অভিশপ্ত রাত বা আতঙ্কই নয়, পাশাপাশি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালক তুলে ধরেছেন “পৃথিবীর প্রতিটি মানুষের জীবনের সারসূত্র— ভয়, আকাঙ্ক্ষা, ভালবাসা, নিষ্ঠুরতা, ত্যাগ, ঈর্ষা, কর্তব্যপরায়ণতা!” মূলত নিজের জীবনের থেকেও বেশি নিজের পেশাকে প্রাধান্য দিয়ে সাধারণ মানুষের জন্য সহজেই আত্মত্যাগ করতে পারেন যেই চিকিৎসক, পুলিশ কর্মী, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকরা, এই ওয়েবসিরিজ শ্রদ্ধার্ঘ্য জানায় সেই সমস্ত ‘রিয়েল লাইফ হিরো’দেরও।
সিরিজটি শেষ হয়েছে দর্শকদের এক নতুন দিনের আশা দেখিয়ে।এক ভয়াবহ অভিশপ্ত রাতের আতঙ্ক পেরিয়ে চরিত্রগুলো অবশেষে নিজ নিজ বৃহত্তর কর্মময় জীবনে পা রাখতে চলেছেন। ২৬/১১-র সেই ভয়াবহ রাত গড়ানোর সঙ্গে সঙ্গে চরিত্রদের চোখের তলার কালি, ঘেঁটে যাওয়া চুল, সাজগোজ গলে যাওয়া ক্লান্ত মুখ দর্শককে খুব সহজেই তাদের লড়াইয়ের সঙ্গী করে তুলেছে।
চিকিৎসক কৌশিকের চরিত্রে মোহিত রায়না, চিকিৎসক চিত্রা দাসের চরিত্রে কঙ্কনা সেনশর্মা, অনন্যার ভুমিকায় টিনা দেশাই, মানসী-র চরিত্রে শ্রেয়া ধন্বন্তরি, দিয়া (নাতাশা ভরদ্বাজ) অহান (সত্যজিৎ দুবে) সুজাতা (মৃন্ময়ী দেশপাণ্ডে)—প্রত্যেকের অভিনয় দক্ষতাতেই নিখুঁত ও জীবন্তভাবে ফুটে উঠেছে ২৬/১১ এর এর সেই নির্মম রাত।