Indian Museum- এবার ‘দুর্নীতির’ তালিকায় জাদুঘর, হিসেব নেই শত কোটি টাকার

‘দুর্নীতি’ এই শব্দটি যেন ভারতের প্রশাসনিক মহলে খুবই সাধারণ হয়ে উঠছে। খবরকাগজটি খুললেই সাধারণভাবেই কোনো না কোনো পাতায় গিয়ে দেখা মেলে এই শব্দটির। এবং যা বেশ দৃঢ় ভাবেই পাঠকের মনের কোনো এক কোণে একটি ধিক্কার ঢুকিয়ে দেয়। আর সেই ধিক্কারের জেরে পাঠক বলে ওঠেন “কিচ্ছু হবে না এই দেশের”। প্রশাসনিক মহলের প্রতি ধাপে ধাপে দুর্নীতি দেখতে দেখতে মানুষের চোখ বেশ অভ্যস্ত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে হটাৎই উঠে এলো আরও এক নতুন দুর্নীতির কাহিনী। অভিযোগ উঠলো ভারতীয় জাদুঘরের সংস্কার ও দুষ্প্রাপ্য সামগ্রীর রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের বরাদ্দ অর্থের খরচে দুর্নীতির। কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলায় জাদ্যঘরের কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি অভিযোগ তোলা হয়েছে। মঙ্গলবার এই মামলার শুনানি হয় আদালতে।

কেন্দ্রের ভিজিল্যান্স কমিটির সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জাদুঘরের রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের দেওয়া ১১৩ কোটি টাকার মধ্যে ১১০ কোটি টাকার হিসেব পাওয়া যাচ্ছে না। খুব কম টাকার ব্যবহার করা হয়েছে এবং বাকি টাকার ‘নয়ছয়’ করা হয়েছে বলে অভিযোগ। এছাড়াও, জাদুঘরের নানা দুষ্প্রাপ্য জিনিসের পাচার ও নিয়োগের দুর্নীতির অভিযোগও করা হয়েছে।

আরও পড়ুন…….Acharya Jagadish Chandra Bose – বাংলার প্রথম কল্পবিজ্ঞান লেখক, রইল জগদীশ চন্দ্র বসুর সম্পর্কে ১০টি অজানা তথ্য

আরও পড়ুন……High Court- “শুধুই জন্মদাতা নয়, পালন করতে হবে দায়িত্ব, কর্তব্য, তবেই জন্মায় পিতৃত্বের অধিকার”-হাইকোর্ট

প্রসঙ্গত, এই মামলার শুনানিতে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কলকাতা জাদুঘরের কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। পাশাপাশি, এই মামলার তদন্ত সিবিআই করতে পারবে কি না, সেই বিষয়েও পরবর্তী শুনানিতে জানাতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।




Back to top button