Viral Story: চারচাকা নিয়ে সাড়া ফেললেন এই বামন, তিন ফুট উচ্চতাতেই গাড়ি চালিয়ে পেলেন লাইসেন্স

রাখী পোদ্দার, কলকাতা: সবার ওপর মানুষ সত্য, তাহার উপর নাই। সমগ্র(whole) বিশ্ব(world) যখন হিংসায় উন্মত্ত, রক্ত ঝরছে যখন পৃথিবীর(world) নরম শরীর থেকে, তখন এই বাংলার এক কবি চন্ডীদাস বিশ্বকে শুনিয়ে ছিলেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ট মানবিক বাণী। আমাদের সমাজে(society) বামনদের(dwarfs) প্রতি পদক্ষেপে হতে হয় লাঞ্ছিত। বঞ্চিত করা হয় স্বাভাবিক জীবনধারণ করার ক্ষেত্রে। শারীরিক গঠন অন্যদের তুলনায় খানিকটা আলাদা হওয়ায় হাসির পাত্র হয়ে ওঠে এরা। তবে সম্প্রতি(recently) এই সমস্ত বাধাকে উপেক্ষা করে নতুন(new) রেকর্ড(record) গড়লেন এক বামন। গাড়ি চালানোর(car driving) পরীক্ষায় পাশ করে লাইসেন্স(license) পেলেন একজন ‘বামন’। কি শুনে একটু অবাক হলেন তাই না? সম্প্রতি(recently) সমস্ত প্রতিকূলতাকে(adversity) দূরে সরিয়ে এই অসাধ্য সাধন করলেন হায়দ্রাবাদের(hyderabad) বাসিন্দা। বছর ৪২ এর গাট্টিপল্লি শিবপালের উচ্চতা ৩ ফুট। দীর্ঘদিনের স্বপ্ন(dream) ছিল নিজে গাড়ি চালাবেন। অবশেষে সেই স্বপ্ন পূরণ হল শিবপালের।
শারীরিক গঠন অন্যদের তুলনায় আলাদা হওয়ায় জীবনের অনেকটা সময় ধরেই লোকের কাছে হাসির পাত্র হয়ে থেকেছেন তিনি। তবুও হাড় মানেননি তিনি। সমস্ত প্রতিকূলতাকে(adversity) জয় করে নতুন রেকর্ড(record) গড়লেন শিবপাল। গাড়ি চালানোর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের স্বপ্ন পূরণ করার সাথে সাথে তাঁরই মতো মানুষদের প্রশিক্ষণ(teaching) দেওয়ার জন্য গাড়ি চালানো শেখানোর স্কুল(school) খুলেছেন তিনি। সংবাদ সংস্থা এ এন আইকে(ANI) শিবপাল জানিয়েছেন, আগে সকলে তাঁর এই উচ্চতার জন্য টিটকারি(giggling) দিত। তবে এখন তিনি খুব খুশি। রেকর্ডের বই-এ অন্যদের নামের(name) সাথে সাথে তাঁর নামও উঠবে। ইতিমধ্যেই অনেকে গাড়ি চালানো শেখার জন্য যোগাযোগও(contact) করছেন। তিনি আরও যোগ করেন, ‘‘আমি প্রতিবন্ধী বলে কেউ কাজ দিত না আমায়। পরে এক বন্ধু আমায় একটি বেসরকারি(private) সংস্থায় কাজ দেন। ওখানেই গত ২০ বছর ধরে কাজ করছি। যখনই বউয়ের(wife) সঙ্গে বাইরে বেরোতাম, লোকে খারাপ কথা বলত আমাদের। ওই সময় ঠিক করলাম, গাড়ি কিনব। গাড়িতে করেই বউকে নিয়ে ঘুরতে বেরোব”।
আরও পড়ুন- এক্কেবারে “কাঁচা বাদাম”, গানের সুরেই বীরভূমের ভুবনকে টেক্কা রানাঘাটের রানুর
শিবপালের মতো চরিত্ব উঠে এসেছে সিনেমা(film) এবং সাহিত্যেও। যেমন, সত্যজিত রায়ের(satyajit ray) ‘শেয়াল দেবতা রহস্য’ গল্পে একটি বামন ভিখারির চরিত্র আছে, ২০১৪ সালে কৌশিক গঙ্গোপাধ্যায় ‘ছোটদের ছবি’ নামে একটি চলচ্চিত্র পরিচালনা করেন। সার্কাসে ‘জোকার’(jocker) হিসাবে কাজ করা একদল মানুষের জীবন, সুখ, দুঃখ, ভালবাসার গল্প নিয়ে এই ছবি। প্রধান চরিত্রে অভিনয় করেন দুলাল সরকার এবং দেবলীনা রায়, হলিউডেও(hollywood) বহু ‘বামন’ অভিনেতার(actor) অভিনয়(acting) নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের। তাঁদের মধ্যে জনপ্রিয় হলেন পিটার ডিঙ্কলেজ। ‘গেম অব থ্রোনস’(game of thrones)-এর অভিনেতা তিনি। ‘ব্যাড স্যান্টা’(bad santa) , ‘মি মাইসেল্ফ’(me myself), ‘আইরিন’-এর মতো কমেডি(comedy) ছবিতে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন টনি কক্স। শিবপাল বাস্তবে যা করেছেন তার কোনো তুলনা হয় না। ভবিষ্যতে শিবপালকে নিয়েও যে ছবি হবে না, কে বলতে পারে তা!