Armed Forces Flag Day: সেনার পতাকা দিবস উদযাপন, জেনে নিন এই দিনটি কেন পালন করা হয়

রাখী পোদ্দার, কলকাতা: আমরা সকলেই জানি এবং বিশ্বাসও(believe) করি যে সেনাবাহিনীই(army) হল কোনো দেশের প্রধান শক্তি(power)। আমরা শান্তিতে যে ঘুমাতে পারি, আনন্দের সাথে পরিবার পরিজনদের নিয়ে উৎসবে(festival) মেতে উঠতে পারি তা সম্ভব হয় সারাদিন রোদ-ঝড়-বৃষ্টির পরোয়া না করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করা এই সেনাবাহিনীদের জন্য। নিজের পরিবার(family), জীবনযাপন এবং সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে দিন রাত সেবা করে চলেছে দেশের। কিন্তু আমরা কি তাদের এই অক্লান্ত পরিশ্রমের প্রতিদান দেওয়ার জন্য কিছু করেছি? না আমরা করিনি! এবং আমরা পারিও না কারণ তারা দেশের জন্য যা করছে তা আমরা চাইলেও করতে পারবো না। তবে আমরা যা করতে পারি তা হল তাদের পরিবারের কল্যাণে সামান্য অবদান রাখা যারা তাদের স্বামী, পিতা এবং পুত্র থেকে দূরে বসবাস করছেন। তাই আমরা সশস্ত্র বাহিনীর পতাকা দিবস(armed forces flag day) পালন(celebrate) করি।
ভারতীয়(Indian) সশস্ত্র বাহিনীর কর্মীদের কল্যাণের জন্য সামান্য তহবিল(donati) সংগ্রহ(collection) করার উদ্দেশ্যে প্রতি বছর ৭ই ডিসেম্বর সশস্ত্র বাহিনীর পতাকা দিবস পালন করা হয়। তহবিলটি সাধারণত অসামরিক(civillian) লোকদের কাছ থেকে সংগ্রহ করা হয়। ভারতে এই দিনে সশস্ত্র বাহিনীর তিনটি শাখা যথা – ভারতীয় সেনাবাহিনী(Indian Army), ভারতীয় বিমান বাহিনী(Indian Airforce) এবং ভারতীয় নৌবাহিনী(Indian Navy) সাধারণ মানুষদের জন্য কার্নিভাল, নাটক এবং অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠানের মতো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুদানের বিনিময়ে এদিন সারা দেশে লাল, গাঢ় নীল এবং হালকা নীল রঙের ছোটো পতাকা(small flag) বিতরণ(distribute) করা হয়। এই দিবসের মূল উদ্দেশ্য(motivation) হল যুদ্ধে(battle) আহত(casualties) ব্যক্তিদের পুর্নবাসন, সেবারত কর্মীদের ও তাঁদের পরিবারের কল্যাণ, প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারের পুনর্বাসন এবং কল্যাণ।
দেশ স্বাধীন(independence) হওয়ার পর থেকেই এই দিবস পালন করা হয় কারণ সরকারের প্রথম থেকেই সুরক্ষা কর্মীদের সঠিক ভাবে পরিচালনা করার জন্য এই তহবিলের প্রয়োজন ছিল। সারাদেশে এই তহবিল সংগ্রহ করার দায়িত্বে থাকে কেন্দ্রীয় সৈনিক বোর্ড(Kendriya Sainik Board), যা প্রতিরক্ষা মন্ত্রকের(Ministry of Defence) অংশ। সংগ্রহটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সরকারী(official) এবং বেসরকারী(non-official) উভয় উপায়ে সংগঠিত হয়।
আরও পড়ুন…..International Civil Aviation Day: কেন পালন করা হয় অসামরিক বিমান দিবস, দিনটির গুরুত্ব সম্পর্কে জানুন
সশস্ত্র বাহিনী পতাকা দিবসে, প্রধানমন্ত্রী(prime minister) নরেন্দ্র মোদি(Narendra Modi) নিজের অফিসিয়াল(official) টুইটার(twitter) অ্যাকাউন্টে(acount) টুইট(tweet) করে বলেছেন, “আমরা আমাদের বাহিনী এবং তাদের পরিবারের অদম্য সাহসিকতাকে অভিনন্দন জানাই। আমি আপনাকে আমাদের বাহিনীর কল্যাণে অবদান রাখার জন্য অনুরোধ করছি”। অন্যান্য অনেক নেতাও নাগরিকদের সশস্ত্র বাহিনী পতাকা দিবস তহবিলে অবদান রাখতে উৎসাহিত করেছেন।