Indian Post Payment Bank: ব্যাঙ্কে বেশি পরিমাণ টাকা রাখলে উল্টে দিতে হবে চার্জ, জারি নতুন নিয়ম

অহেলিকা দও, কলকাতা: হ্যাপি নিউ ইয়ার (happy new year) হতে আর বেশি দেড়ি নেই। আর মাত্র কয়েকটা দিন(day)। তারপরই নতুন বছরের সূচনা(start)। আর বছরের শেষ হতে না হতেই চলে এসেছে নতুন বছরের নতুন(new) নিয়ম(rule)। ব্যাঙ্কে(bank) টাকা রাখলে নাকি উল্টে দিতে হবে চার্জ(charge)। কখনো শুনেছেন এই কথা? এই ধরনের নয়া নিয়ম চালু করলেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payment Bank)।
সম্প্রতি নতুন ঘোষণা করেছেন ব্যাঙ্ক (IPPB) যে, ১ জানুয়ারি থেকে এই ব্যাঙ্কে ১০,০০০ টাকার বেশি রাখলে বা ডিপোজিট(Deposit) করলে দিতে হবে চার্জ। এমনকি নির্দিষ্ট নিয়মে টাকা তোলার পাশাপাশি নিজেদের সেভিংস অ্যাকাউন্টে ১০,০০০ টাকার বেশি রাখলে তাদের দিতে হবে আলাদা চার্জ। দেখেনিন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক (India Post Payment Bank) এর নিয়মগুলো।
প্রথমত, সম্প্রতি অফিশিয়াল ওয়েবসাইটে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক(IPPB) ঘোষণা করেছেন, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টে মাসে কেবল ১০,০০০ টাকা জমা করতে পারবেন কোনোরকম চার্জ ছাড়া। আসলে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে তিন ধরনের সেভিংস অ্যাকাউন্ট (savings account) হয়। কিন্তু বেসিক সেভিং অ্যাকাউন্টের (basic savings account) জন্য রয়েছে আলাদা নিয়ম। দ্বিতীয়ত, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক(IPPB) এর বেসিক সেভিংস অ্যাকাউন্ট ছাড়াও কারেন্ট অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে ২৫,০০০ টাকা তোলার জন্য কোনরকম চার্জ লাগবে না। তবে আপনি এই পরিমাণ টাকা ৪ বার বিনামূল্যে তুলতে পারবেন। এর থেকে বেশি বার যদি আপনি টাকা সংগ্রহ করতে চান তাহলে আপনাকে ২৫ টাকা দিতে হবে। যার ফলে আপনার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক থেকে টাকা সংগ্রহ করায় আরও বেশি খরচ হয়ে যাবে। তবে এই সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা করার জন্য কোনরকম চার্জ লাগবে না।
আরও পড়ুন………Bank- SBI-তে অ্যাকাউন্ট থাকলেই বিনামূল্যে পেয়ে যেতে পারেন ২ লক্ষ টাকা, জেনে নিন
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক জানিয়েছে, নতুন চার্জগুলি ২০২২ সালের ১ জানুয়ারি থেকে কার্যকরী হবে। এছাড়া অন্যান্য ব্যাঙ্কিংয়ের নিয়ম অনুসারে লেনদেনের উপর বসানো হবে জিএসটি(GST) বা ট্যাক্স(tax)। এই ক্ষেত্রে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে (ব্যতিক্রম বেসিক সেভিংস অ্যাকাউন্ট) এবং কারেন্ট অ্যাকাউন্টে মাসে ১০,০০০ টাকা পর্যন্ত জমা করলে কোনেরকম চার্জ লাগবে না। তবে এর বেশি টাকা জমা করলে বা ডিপোজিট(Deposit) করলেই চার্জ কাটা হবে ০.৫০ শতাংশ বা লেনদেনের ন্যূনতম মূল্য ২৫ টাকা।