পুজো দেখতে যাবে আয়ুষ্মান ও গঙ্গারা! কিসের মুখোমুখি হবে তারা?

আগামী পর্ব আনতে চলেছে কিছু নতুন। দেখানো হবে পুজো দেখানো পর্ব। এরপর কি হবে? আর কি নতুন দেখবে আয়ুষ্মান ও গঙ্গা? সব জানা যাবে আগামী পর্বে।

কলকাতা: এখন জীবনটা সিরিয়াল ও ওয়েব সিরিজের জালে জড়িয়ে গেছে বিনোদন প্রেমীদের। পাশাপাশি এখন যুগটা প্রতিদ্বন্দ্বিতারও। তাই সব ক্ষেত্রেই লেগে রয়েছে কম্পিটিশন। বাদ যায়নি টিভি সিরিয়াল ইন্ডাস্ট্রিও। মাঝেমধ্যেই টিভির পর্দায় উঠে আসছে নতুন ধারাবাহিকের প্রোমো। তবে এখনকার দিনে সিরিয়াল শুরু করাটাই সবকিছু নয়। আজকের দিনে ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটাও একটা বড় ব্যাপার। লাগাতার চলে টিআরপি ব্যাটেল। দিনের শেষে সেই প্রতিযোগিতায় নিজেকে ধরে রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ। রইল কথা এখনকার যুগের সিরিয়ালের, পরিবার কেন্দ্রিক ধারাবাহিক সভার পছন্দ হলেও একটা সময় তা একঘেয়ে হয়ে যায়। তারপরই ধীরে ধীরে পড়তে শুরু করে টিআরপি। এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেখানে প্রযোজক ও পরিচালকরা সিরিয়ালটি বন্ধ করতে বাধ্য হয়। তবে আজকের দিনে এমন অনেক সিরিয়ালও আছে যা বছরকে বছর ধরে একটি নির্দিষ্ট চ্যানেলে নিজের রাজত্ব ও দাপট দুটোই চালিয়ে যাচ্ছে। যেমন স্টার জলসা চ্যানেলের গাঁটছড়া। জানা গিয়েছে এই ধারাবাহিকটি ৬০০ এপিসোড পার করে ৭০০র দিকে দৌড়াচ্ছে। এই ‘ডেলি সোপ’টি সোমবার থেকে রবিবার রাত সাড়ে দশটার সময় দেখা যায় স্টার জলসায়।

Star Jalsha,Serial,Entertainment,TV

এটি একটি রোম্যান্টিক ফ্যামিলি ড্রামা সিরিয়াল, যেখানে দেখা যাচ্ছে তিন মধ্যবিত্ত পরিবারের বোনের – খোড়ি, দ্যুতি ও বনি – ভাগ্য জুড়ে গেছে বড়লোক সিংহ রায় পরিবারের তিন ছেলের – ঋদ্ধিমান রাহুল ও কুনাল – সাথে। যদিও গল্পের আসল নায়ক ও নায়িকা খোড়ি ও ঋদ্ধিমান। আর পাঁচটি বাংলা ধারাবাহিকের মতো এতেও দেখা গিয়েছে প্রথমে নায়ক ও নায়িকার (খোড়ি ও ঋদ্ধিমান) মধ্যে ঝগড়া এবং বাধ্য হয়ে বিবাহ। যদিও সময়ের সাথে সাথে দুজনে বুঝে ওঠে একে অপরের ভালোবাসা। এরপর বছর দুয়েক বাদে তাদের একটি পুত্র সন্তান হয়, নাম আয়ুষ্মান। কিন্তু ডেলিভারির সময় মৃত্যু হয় খোড়ির। কুড়ি বছর বাদে দেখাচ্ছে ঋদ্ধিমান এখনো খড়িকে আগের মতই ভালোবাসে এবং বোধ করতে পারছে জীবনে তাঁর শূন্যতা। জীবনের শেষ কুড়িটা বছর ঋদ্ধিমান খোড়ির স্বপ্ন পূরণ করছে এবং আয়ুষ্মানকে দায়ী করে খোড়ির মৃত্যুর জন্য। গল্পে দেখা যাচ্ছে আয়ুষ্মান একজন উচ্চাকাঙ্ক্ষী সঙ্গীতশিল্পী। বাবার ভালোবাসা জয় করতে চায় সে। তাঁর জীবন গঙ্গা নামে একজন তরুণ শাস্ত্রীয় গায়িকা আসে এবং একটি নতুন অধ্যায় শুরু হয়।

আগামী পর্ব আনতে চলেছে কিছু নতুন। দেখানো হবে পুজো দেখানো পর্ব। এরপর কি হবে? আর কি নতুন দেখবে আয়ুষ্মান ও গঙ্গা? সব জানা যাবে আগামী পর্বে।




Leave a Reply

Back to top button