ফুলকি কি ভাঙতে পারবে রোহিতের সাথে তাঁর মায়ের অভিমান

রিংয়ের মধ্যে স্বাচ্ছন্দভাবে লড়াই করতে সফল হলেও সংসার জীবনের এই লড়াইতে কি সফল হবে ফুলকি? সব উত্তর পাওয়া যাবে আগামী পর্বে। তার জন্য চোখ রাখতে হবে জি বাংলায়।

কলকাতা: এসেই কামাল করে দিলো ‘জি বাংলা’র ‘ফুলকি’। কদিন আগেই পার করেছে তিন সংখ্যার এপিসোড। কিন্ত তার মধ্যেই ফেলে দিয়েছে দর্শকদের মনে বড়ো প্রভাব। অল্প সময়ের মধ্যেই টিআরপি তালিকার প্রথম সারিতে নিজের জায়গা করে ফেলেছে এই সিরিয়াল। এছাড়াও ইউটিউব, জি ৫, হটস্টারের, মতো অ্যপে ভিউয়ারদের সংখ্যাও চোখে পড়ার মতো। নিজের দর্শকদের ধরে রাখতে আগামী পর্বে নিয়ে আসা হচ্ছে গল্পে নতুন মোড়। ইতিমধ্যেই আগামী পর্বের প্রোমো মুক্তি পেতেই হইচই পড়ে গেছে এই সিরিয়ালের ভক্তদের থেকে নেটিজেন সকলের মধ্যেই। বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এই প্রোমো ছাড়ার পরই, কমেন্ট সেকশনে বইছে কমেন্টের বন্যা। আগামী পর্বের ট্যুইস্টকে ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। কি হবে, কি হবেনা, এই নিয়ে এখন চলছে এক জোর চর্চা।

কয়েকটি এপিসোড আগে ফুলকি করে দেখিয়েছিল বিরাট একটি কাজ। তথাগতকে পরিবারের সকলের মাঝে ফিরিয়ে এনেছিল সে। ফুলকির এই কীর্তিতে সকলেই খুশি হয়েছিল। তবে এবার ফুলকির সামনে বড় চ্যালেঞ্জ। বেশ কয়েকটি পর্বে দেখা যাচ্ছে রোহিতের সাথে তাঁর মায়ের অভিমান। এবার ফুলকিকে ভাঙতে হবে সেই অভিমান এবং মুছতে হবে ভুল বোঝাবুঝি। রিংয়ের মধ্যে স্বাচ্ছন্দভাবে লড়াই করতে সফল হলেও সংসার জীবনের এই লড়াইতে কি সফল হবে ফুলকি? সব উত্তর পাওয়া যাবে আগামী পর্বে। তার জন্য চোখ রাখতে হবে জি বাংলায়।

Bengali Serial,Entertainment,Fulki,Zee Bangla,Rohit

উল্লেখ্য, এই সদ্য ১০০ এপিসোড পার করা রোম্যান্টিক স্পোর্টস ড্রামা টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে। রেটিং ৭.৮। গল্পে দেখা যাচ্ছে কিভাবে একটি ছোট এলাকার মেয়ে বক্সিংয়ের মতো খেলাকে নিজের পেশা ও নেশা বানিয়ে ফেলেছে। এই ধারাবাহিকে দিব্যানি মন্ডল ও রোহিত রায় চৌধুরীকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। এছাড়াও অভিনয় করছেন অঙ্কিতা মাঝি, সোহন বন্দোপাধ্যায়, কৌশাম্বি চক্রবর্তী, ঐন্দ্রি লাবনীয়া রয়, অর্পিতা মন্ডল, শার্লি মোদক, প্রমূখ অভিনেতা ও অভিনেত্রীরা।




Leave a Reply

Back to top button