দর্শক টানতে শুধুই কূটকাচালি-পরকীয়া! টিআরপি এনেও বন্ধের মুখে জি বাংলার এই সিরিয়াল

সময়ের সঙ্গে দর্শকদের চাহিদা পরিবর্তিত হলেও বিশেষ পরিবর্তন হয়নি ধারাবাহিকের ধরনে। বিগত কয়েকদিন স্টার জলসা(Star Jalsa) ও জি বাংলা(Zee Bangla) দুই চ্যানেলেই দেখা গিয়েছে বিশেষ কিছু পরিবর্তন। বন্ধ হয়েছে একাধিক সিরিয়াল, তার পরিবর্তে শুরু হয়েছে বহু নতুন ধারাবাহিক। পরিবর্তন হয়েছে অনেক সিরিয়ালের(Serials) সম্প্রচারের সময়। কম জনপ্রিয় সিরিয়ালগুলি চলে গেছে রাতের স্লটে। অপরদিকে, প্রাইম টাইমে ঢুকেছে একাধিক নতুন নতুন সিরিয়াল। তবে এরই মধ্যে আচমকাই কোপ পড়ল একটি ধারাবাহিকের ঘাড়ে। তার জায়গায় নতুন সিরিয়ালে সম্প্রচারের দিন ক্ষণ ঘোষণা করল জি বাংলা।
শেষ কয়েক সপ্তাহে বন্ধ হয়েছে ‘সর্বজয়া’ ও ‘অপরাজিতা অপু’-এর মতো সিরিয়ালগুলি। আর তার পরিবর্তে শুরু হয়েছে ‘লালকুঠি’ ও ‘খেলাঘর’। নতুন দুই সিরিয়াল শুরুর সঙ্গে বেশ জনপ্রিয়তা পেয়েছে ঠিকই। কিন্তু দর্শকদের অভিযোগ কিছু দিন যেতেই প্রতিটি সিরিয়ালের মধ্যে ঢুকে পড়ে সেই এক ঘেয়েমি কূটকাচালি ও পরকীয়া। যা দর্শক মনে বিরক্ত তৈরি করে। এই পরিস্থিতি ভক্তিমূলক সিরিয়ালগুলির দিকে ঝোঁক বাড়ে দর্শকদের।
উল্লেখ্য, সারাদিনের ঝক্কি-ঝামেলার অনেকাংশের দর্শকই সংসারের কূটকাচালি ধারাবাহিক দেখতে পছন্দ করেন না। এই পরিস্থিতি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলির কাছে ঢাল হয়ে দাঁড়ায় ভক্তিমূলক ধারাবাহিকগুলি। বর্তমানে জি বাংলায় ভক্তিমূলক ধারাবাহিক বলতে ‘মঙ্গলময়ী সন্তোষী মা’। যেটি শুরু হয় রাত ১১টায়। কিন্তু সেই সিরিয়ালও এবার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, হিন্দি সিরিয়াল ‘মঙ্গময়ী সন্তোষী মা’ থেকে বাংলা ডাব করেই এই ধারাবাহিক সম্প্রচার করা হত। কিন্তু, এবার একেবারেই বন্ধের মুখে ধারাবাহিক। সারাদিনের কূটকাচালিকে এড়িয়ে দর্শকদের ভক্তির জায়গা ছিল এই সিরিয়াল। কিন্তু আপাতত তাও বন্ধ।
আরও পড়ুন……..অসম্ভব স্ট্রাগল! কোটা ফ্যাক্টরি থেকে ফুলেরার ‘সচিবজি’, সাফল্যে মোড়া আজকের জিতু
আরও পড়ুন……..এ যেন কলির কেষ্ট! সাধারণের একজনই জোটে না আর ডক্টর সূ্র্য সেনের জীবনে চার সুন্দরী
ইতিমধ্যে জানা গিয়েছে, আগামী ১২ই জুন শেষবারের জন্য সম্প্রচার হবে ‘মঙ্গলময়ী সন্তোষী মা’। তারপর থেকে সেই টাইম স্লটে ঢুকে যাবে অন্য একটি ধারাবাহিক। জানা গিয়েছে, ১৩ই জুন থেকে আসবে ‘শিশু ভোলানাথ’। তবে এটিও মূলত হিন্দি সিরিয়ালে বাংলা ডাবিং করে তৈরি করা হচ্ছে।