সুরমণ্ডলেই খুঁজে পেল ‘পিলু’ তার পিতৃপরিচয়! চাঞ্চল‍্যকর প্রোমো দেখে অস্থির দর্শককুল

এ এক সাধারণ থেকে অসাধারণ হবার কাহিনী। লোকগানে পারদর্শী পুরুলিয়ার এক অখ্যাত গ্রামের মেয়ে পিলুর (Pilu) শাস্ত্রীয় সংগীত শেখবার গল্প নিয়ে শুরু হয়েছিল জি বাংলার অন্যতম নতুন ধারাবাহিক পিলু (Pilu)। ইতিমধ্যেই আহিরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছে সে, শুরু থেকেই গল্পে একের পর এক টুইস্ট।

মাস কয়েক হল শুরু হয়েছে ‘পিলু’ (Pilu)। জি বাংলার(Zee Bangla) ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance) এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী মেঘা দাঁ (Megha Daw) এই সিরিয়ালের মাধ‍্যমেই অভিনয়ে পা রেখেছেন। সঙ্গীত দুনিয়াকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে সিরিয়ালের গল্প। গুরুকুলের ছাত্র আহিরের সঙ্গে ঘটনাচক্রে বিয়ে হয়েছে পিলুর। সুরমণ্ডলের পণ্ডিত আদিত‍্য নারায়ণের সুযোগ‍্য শিষ‍্য হল আহির।গুরুকুলের রীতি অনুযায়ী, পণ্ডিতের মেয়ের সঙ্গে তাঁর সবথেকে প্রিয় শিষ‍্যের বিয়ে হবে। সেই মতো রঞ্জার সঙ্গেও আহিরের বিয়ে ঠিক হয়। অন‍্যদিকে লোকগান গায়িকা পিলুর (Pilu) সঙ্গে পুরুলিয়ায় টুসু দেবীর সামনে বিয়ে হয়ে যায় আহিরের।

আরও পড়ুন মিঠাইয়ের ভাসুরের কোলে সুচন্দ্রা, ছবি দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

টুসু দেবীর সামনেই ভুল করে ওস্তাদজি অর্থাৎ আহির পিলুর গলায় মালা পরিয়ে দিয়েছিল । বিয়েটা সত‍্যি সত‍্যিই হয়ে গিয়েছে কিনা তা জানতে নিজের আরাধ‍্য বজরঙ্গ বলীর কাছে ইঙ্গিত চেয়েছিল সে। এরপরেই হনুমানজির পবিত্র সিঁদুরে তার সিঁথি রাঙা হয়ে যায়। সে বিয়েটা অবশ‍্য পিলু একাই মেনেছিল, আহির মানেনি। এমনকি সুরমহলের কয়েকজন ছাড়া আর কেউই জানত না এই বিয়ের কথা। তারপরে অবশ‍্য সবার সামনেই বিয়ে হয় আহির পিলুর। ধীরে ধীরে দুজনে কাছাকাছিও আসছে।

নতুন প্রোমোতে দেখা যাচ্ছে পিলু ও আহিরের সঙ্গে কল্যাণী সামনে আসবে আদিত্য নারায়ণের। তাকে দেখে তো আদিত্যর চোখ ছানাবড়া। কল্যাণীকে দেখে তিনি বলে উঠেন, ‘পিলু তোমার মেয়ে!’ পিলুর মায়ের পাল্টা জবাব, ‘পিলু তোমারও মেয়ে আদিত্য। আজ তোমার সঙ্গে তোমার মেয়ের পরিচয় করাতে এলাম’।

screenshot (53115)

স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় এই প্রোমো দেখার পর পিলু ভক্তদের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। রঞ্জিনী যখন জানতে পারবে পিলু তাঁর সত্ বোন তখন কী প্রতিক্রিয়া হবে তাঁর? আহির-পিলুর সম্পর্কে কী প্রভাব ফেলবে এই সত্য? এই নিয়ে এখন টানটান উত্তেজনা। কোন দিকে মোড় নেয় সম্পর্কের মোড়ক? সেই দিকেই নজর সবার। 



আরও পড়ুন ‘আমি তুবড়ি একবার জ্বললে সহজে নিবিনা’, অভিনব ডায়ালগে পর্দা কাঁপাচ্ছেন ‘উড়ন তুবড়ি’র সোহিনী ব্যানার্জি




Leave a Reply

Back to top button