মিতুলের বিরুদ্ধে ষড়যন্ত্র! কি হতে চলেছে খেলনাবাড়ির আগামী পর্বে?
এক বছর ধরে নিজের দাপট অব্যাহত রেখেছে খেলনাবাড়ি। পরবর্তী পর্বে দেখা যাবে মিতুলের বিরুদ্ধে পাকানো হচ্ছে ষড়যন্ত্র। কি সেই ষড়যন্ত্র? শত্রুরা কি পারবে মিতুলকে আটকাতে? সবকিছু জানা যাবে আগামী পর্বে।

কলকাতা: ‘সিরিয়াল’! এই শব্দটির সঙ্গে বেশ ভালোভাবেই জড়িয়ে গেছে আজকের সমাজ। সত্যি বলতে এখন টিভির রঙিন পর্দায় বিনোদন বলতে সবাই এক ডাকে এই সিরিয়ালগুলিকেই চেনে, সে ট্যালেন্ট হান্ট শো হোক কি ডেলি সোপ। তবে আগেকার দিনের আর এখানকার দিনের সিরিয়ালের মধ্যে রয়েছে আকাশ-পাতাল ফারাক। না! এখানে ধরন নিয়ে কথা বলা হচ্ছেনা। এখনকার দিনের সিরিয়াল আগেকার দিনের সিরিয়ালের মতো টেকশই নয়। আজ আছে তো কাল নেই। এমন অনেক সিরিয়াল আছে যা চলতে চলতে মাঝপথে বন্ধ হয়ে গেছে। এখনকার দিনে এই সংখ্যাটা বেশি বলতে গেলে। কিন্তু কিছু সিরিয়াল আছে যা একটা লম্বা সময় ধরে চলছে এবং পাশাপাশি তাঁর ‘ফ্যান বেস’ ধরে রেখেছে স্বাচ্ছন্দভাবে। যেমন ‘জি বাংলা’র ‘খেলনাবাড়ি’।
ইতিমধ্যেই এই রোম্যান্টিক থ্রিলার ড্রামা সিরিয়ালটি অতিক্রম করে ফেলেছে ৫০০টি এপিসোড। ‘জি বাংলা’ ও ‘স্টার জলসা’র অধিকাংশ সিরিয়ালের মতো এটিও একটি নারী কেন্দ্রিক ধারাবাহিক। যদিও গল্পের শুরুতে দেখা যায় এক নামি ও সফল ব্যবসায়ী ইন্দ্র ভালোবাসায় ধাক্কা খায়। তাঁর পরিবার তাকে লাগাতার জোর দেয় বিয়ের জন্য। কিন্তু ইন্দ্র স্থির করে যে সে কোনদিন বিয়ে করবেনা। এরপরই আসে তার জীবনে গল্পের নায়িকা মিতুল। মিতুল ১৬ বছর বয়সে তার বাবাকে হারায় এবং ঠিক করে সে তার পৈত্রিক ব্যবসা চালিয়ে যাবে। গুগলিকে সঙ্গে নিয়ে পুতুল বানিয়ে সংসার চালায় মিতুল। দুজনের দেখা হওয়ার পরেই পাল্টাতে শুরু করে দুজনের জীবন। প্রথমে ব্যবসায়িক ক্ষেত্রে শুরু হয় ঝগড়া। পরে তা পরিণত হয় বিবাহে ও ভালোবাসায়। নায়ক-নায়িকার রোম্যান্স থেকে শুরু করে শত্রুদের ছক, সবকিছু রয়েছে এই সিরিয়ালে। এছাড়াও আর পাঁচটা বাংলা সিরিয়ালের মতো রয়েছে নিজস্ব ‘কমিক মোমেন্টস’।
সব মিলিয়ে এক বছর ধরে নিজের দাপট অব্যাহত রেখেছে খেলনাবাড়ি। পরবর্তী পর্বে দেখা যাবে মিতুলের বিরুদ্ধে পাকানো হচ্ছে ষড়যন্ত্র। কি সেই ষড়যন্ত্র? শত্রুরা কি পারবে মিতুলকে আটকাতে? সবকিছু জানা যাবে আগামী পর্বে।