সুস্থ হয়ে ফিরেছে ফুলকি, শালিনী কষছে পরবর্তী ছক

ফুলকি সুস্থ হয়ে ফিরে আসায় খুশিতে মেতে উঠেছে রায়চৌধুরী পরিবারের সদস্যরা, কিন্তু তারই মাঝে কলকাতায় ফিরে যাওয়ার ছক কষে শালিনী। রোহিত মনে মনে ভাবতে থাকে সে কোনোভাবেই শালিনীকে কলকাতায় পৌঁছে দিয়ে আসতে পারবেনা। কারণ সে ফুলকিকে কথা দিয়েছে। তারপরই আসে ফুলকির চাল।

কলকাতা: সদ্য আশা একটি সিরিয়াল দাগ কেটেছে লোকের মনে। সবে পার করেছে তিন সংখ্যার এপিসোড আর তার মধ্যেই টিআরপি ব্যাটেলে সবাইকে ফেলে দিয়েছে পেছনে। ঠিক যেনো মধ্যিখান থেকে দৌড়ে রেসে প্রথম হওয়ার মতো। শুধু তাই নয়, এই ধারাবাহিকের নায়ক-নায়িকা জুটিও ইতিমধ্যে নজর কেড়েছে সকলের। এখানে বলা হচ্ছে ‘জি বাংলা’র ফুলকি সিরিয়ালের কথা। প্রথম এপিসোড থেকে এখনো অবধি প্রতিটি অধ্যায়ের শেষে গল্পে এসেছে নতুন মোড়। যা দর্শকদের বাধ্য করেছে টিভির পর্দায় চোখ রাখতে। এবার এই সিরিয়ালের গল্পকে আরো আকর্ষণীয় করে তুলতে ফের আগামী পর্বে নতুন কিছু আনতে চলেছে প্রযোজক ও পরিচালক। আগামী পর্ব দর্শকদের উপহার দিতে চলেছে হাসি ও আনন্দের পাশাপাশি নতুন ট্যুইস্টও।Bengali,TV,Serial,Entertainment

গত অধ্যায়ে দেখা গিয়েছিল, কি করে ফুলকি ভাঙ্গে রোহিতের সাথে তাঁর মায়ের অভিমান। এবার নতুন পর্বে দেখা যাবে ফুলকির রায়চৌধুরী বাড়িতে ফিরে আসা এবং তার সঙ্গে নিজের বুদ্ধির জোরে শালিনী ম্যাডামকে প্যাঁচে ফেলা। আসন্ন এই টানটান কমেডি ভরা পর্বের ক্লিপ ইতিমধ্যে জি বাংলা শেয়ার করেছে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে। ক্লিপে দেখা যাচ্ছে, ফুলকি সুস্থ হয়ে ফিরে আসায় খুশিতে মেতে উঠেছে রায়চৌধুরী পরিবারের সদস্যরা, কিন্তু তারই মাঝে কলকাতায় ফিরে যাওয়ার ছক কষে শালিনী। রোহিত মনে মনে ভাবতে থাকে সে কোনোভাবেই শালিনীকে কলকাতায় পৌঁছে দিয়ে আসতে পারবেনা। কারণ সে ফুলকিকে কথা দিয়েছে। তারপরই আসে ফুলকির চাল। অনুরোধ করে শালিনীকে কলকাতায় না ফেরার। কেন? কি কারনে পাল্টা চাললো ফুলকি? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী পর্বে।

উল্লেখ্য, ফুলকি ধারাবাহিক এসেছে খুব বেশি দিন হয়নি। তবে টিআরপি যুদ্ধে বহু পুরনো সিরিয়ালকে পেছনে ফেলে আগে এগিয়ে গেছে। হাসি-মজা, দুঃখ, মান-অভিমান ভরা এই মেগা সিরিয়াল কতদিন নিজের রাজত্ব চালিয়ে যেতে পারে, সেটাই এখন দেখার বিষয়।




Leave a Reply

Back to top button