নতুন পথে ‘গাঁটছড়া’র ঋদ্ধি-খড়ির সম্পর্ক! অন্য মোড়কে জমজমাট ধারাবাহিক

ইচ্ছা না থাকা সত্ত্বেও একে অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ঋদ্ধিমান -খড়ি। এতদিন পর শেষ পর্যন্ত সিংহরায় বাড়িতে, নিজেকে প্রমাণ করতে পেরেছে খড়ি। সে যে, ইচ্ছে করে তাদের ঠকায়নি, তা বিশ্বাস করেছে সকলে। দারুণ জমে উঠেছে ঋদ্ধি -খড়ির টক- ঝাল -মিষ্টি সম্পর্ক। তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন দর্শকেরা।
কথা হচ্ছে স্টার জলসা’র জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gantchhora)-নিয়ে। গত কয়েক সপ্তাহ ধরে, বাংলার ছোট পর্দার (Benagli Television) দর্শকেরা সবচেয়ে বেশি পছন্দ করছেন এই ধারাবাহিক। আর সেই প্রমাণ মিলছে টিআরপি তালিকায় (TRP)। এমনকী শেষ প্রকাশ্যে আসা রেটিং চার্টেও সেরার সেরা ‘গাঁটছড়া’। শীর্ষ স্থানেই থেকে এই মেগা পেয়েছে, ৯.৯ রেটিং পয়েন্ট।
View this post on Instagram
নয়া সম্পর্কের সমীকরণে জনপ্রিয়তার আমেজ। এদিকে ভাই রাহুলের বিয়ে উপলক্ষে জোড় করে খড়ির হাতে মেহেন্দি দিয়ে নিজের নাম লিখিয়েছে ঋদ্ধি। সেই বদলা নিতে গিয়ে স্বামীর গালে হলুদ লাগিয়ে দেয় খড়ি। বদরাগী ঋদ্ধি কি বাদ যায় বদলা নিতে? খড়ির গালে গাল ঘষে হলুদ লাগিয়ে দেয় সে। অনিচ্ছায় যে গাঁটছড়ায় বাঁধা পড়েছে দু’জনে, কীভাবে অজান্তেই যেন একে অপরের আরও কাছাকাছি আসছে তারা।
এদিকে চ্যালেনের (Star Jalsha) তরফ থেকে প্রকাশিত নতুন প্রোমো অনুযায়ী, এবার থেকে ছোট স্টোর রুমে আর খড়িকে থাকতে দেবে না ঋদ্ধি। স্ত্রীয়ের ট্রলি নিয়ে হাত ধরে তাকে টানতে টানতে নিজের ঘরের দিকে নিয়ে যায় সে এবং জানায় এবার থেকে তার ঘরে থাকা ছাড়া আর কোনও উপায় নেই খড়ির। ঋদ্ধির কলার ধরে আত্মসম্মানী খড়ির উত্তর দর্শকদের মন টানতে যথেষ্ট।
যাদের নামের পাশে ঝগড়াটাই সমার্থক হয়ে গেছে, তারা থাকতে পারবে একসঙ্গে? এভাবেই আরও কাছাকাছি আসবে জুটি? নাকি দ্যুতির মিথ্যে জেনে, ফের খড়িকেই দোষারোপ করবে ঋদ্ধি? একে অপরের প্রতি অধিকারবোধ কি এক অন্য সমীকরণ গড়ে তুলছে ঋদ্ধি আর খড়ির সম্পর্কে? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলিতে। জানতে গেলে চোখ রাখুন স্টার জলসা-র (Star Jalsha) পর্দায়।
আরও পড়ুন সুরমণ্ডলেই খুঁজে পেল ‘পিলু’ তার পিতৃপরিচয়! চাঞ্চল্যকর প্রোমো দেখে অস্থির দর্শককুল