মাকে খরচ দিতে নারাজ বড়ো ছেলে পরাগ!

একটি প্রোমো উঠে আসে যেখানে দেখা যায় মায়ের কাছে খরচ দিতে নারাজ পরাগ। কেন? এর পেছনে কি হাত রয়েছে শিমুলের? কি দেখতে চলেছে দর্শকেরা আগামী পর্বে? গল্পে কি আসতে চলেছে নতুন মোড়?

কলকাতা: ধারাবাহিক দেখার ধারাবাহিকতা বজায় রাখে জি বাংলা, স্টার জলসার দর্শকেরা। প্রতিটি সিরিয়ালই এখন প্রোমোতে দেখায় এমন কিছু যা সিরিয়াল প্রেমীদের তক্ষুনই আকর্ষিত করে নেয়। এখন সিরিয়ালগুলির রিপিট টেলিকাস্ট অবধি হয়। সুতরাং, প্রথমবারে না দেখতে পেলেও দ্বিতীয় সুযোগে মানুষ দেখতে বাদ দেয় না তাদের পছন্দের সিরিয়ালগুলি। এখন টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করার জন্য প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে সমস্ত সিরিয়ালগুলি। কেউ লম্বা সময় ধরে চলছে, আবার কেউ এসেই বাজিমাত করে দিয়েছে। ঠিক এমনই অবস্থা এই মুহূর্তে সিরিয়াল জগতে। চলছে জোড় প্রতিযোগিতা, একেবারে পুরো ‘কাঁটো কা টক্কর’এর মতো অবস্থা।

দর্শকদের সমস্ত পছন্দের সিরিয়ালগুলির মধ্যে একটি হলো ‘কার কাছে কই মনের কথা’। এটি সপ্তাহের সাত দিন, অর্থাৎ সোমবার থেকে রবিবার, দেখা যায় জি বাংলায় সন্ধ্যে সাড়ে ৬টায়। এছাড়াও দেখা যায় ‘জি ৫’ অ্যাপে। এটি একটি পরিবার-কেন্দ্রিক সিরিয়াল, অর্থাৎ ফ্যামিলি ড্রামা। গল্পে দেখা যাচ্ছে শিমুল নামে এক নৃত্য শিল্পী পরাগ বলে একজনকে বিয়ে করেন। পরাগের পরিবারের সদস্যরা পুরনো দিনের চিন্তাভাবনার লোক। সেখানে কেউ শিমুলকে সময় দেয়না, এমনকি তাঁর বাপের বাড়ির লোকও নয়। এই পরিস্থিতিতে শিমুলের কষ্ট বুঝতে পেরে তাঁর পাশে দাঁড়ায় সুচরিতা, বিপাশা, শীর্ষা ও প্রতীক্ষা।

Zee Bangla,Bengali Serial,Entertainment,TV,Kar Kache Koi Moner Kotha

অবশেষে শিমুল পায় তাদের মধ্যে এক আশ্রয়। এরপর শুরু হয় শিমুলের নতুন লড়াই। এবং আগামী পর্ব হতে চলেছে টানটান উত্তেজনার। একটি প্রোমো উঠে আসে যেখানে দেখা যায় মায়ের কাছে খরচ দিতে নারাজ পরাগ। কেন? এর পেছনে কি হাত রয়েছে শিমুলের? কি দেখতে চলেছে দর্শকেরা আগামী পর্বে? গল্পে কি আসতে চলেছে নতুন মোড়? উল্লেখ্য, এই সিরিয়ালে মুখ্য চরিত্রগুলির ভূমিকায় অভিনয় করছেন মানালি দে, বাসবদত্তা চ্যাটার্জি, স্নেহা চ্যাটার্জি, সৃজনী মিত্র এবং কুয়াশা বিশ্বাস। এছাড়াও অভিনয় করছেন আরও অনেকে। আগামী পর্ব কি উপহার দিতে চলেছে দর্শকদের? তা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলায়।




Leave a Reply

Back to top button