গুগলিকে নিয়ে চিন্তামুক্ত মিতুল! কি এমন হলো?
আগামী পর্ব দর্শকদের উপহার দিতে চলেছে নতুন কিছু। যে গুগলি মিতুলের জীবন জুড়ে রয়েছে, সেই গুগলিকে নিয়ে এখন চিন্তামুক্ত সে। কি দেখা যাবে এই পর্বে? জানা যাবে আগামী দিনে।

কলকাতা: এখন সবার চোখ থাকে জি বাংলায়। প্রতিনিয়ত এই চ্যানেল আনছে নতুন শো দর্শকদের জন্য। তবে এই শো মানুষের মনে দাগ কাটতে বেশি পেরেছে বলেই এক বছর অতিক্রম করা সত্ত্বেও, এখনো জনপ্রিয়। এই শোটির নাম ‘খেলনাবাড়ি’। ইতিমধ্যেই এই সিরিয়ালটি ছাড়িয়ে গেছে ৫০০ পর্ব। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি, বিশ্বজিৎ ঘোষ, ইন্দ্রনীল বসু ও সপ্তর্ষি বসু রায় চৌধুরী। এছাড়াও এই সিরিয়ালে অভিনয় করছেন সমীর বিশ্বাস, অনুরাধা রায়, সোহান বন্দ্যোপাধ্যায়, নন্দিনী চ্যাটার্জি, ময়না ব্যানার্জি, সায়ন্তন শান সরকার, অস্মিতা চক্রবর্তী, ঋষভ চক্রবর্তী ও নীল চ্যাটার্জি প্রমূখ অভিনেতা ও অভিনেত্রীরা। এই সিরিয়ালটির প্রযোজক কৃশানু গাঙ্গুলী ও সৃজিতা চক্রবর্তী এবং পরিচালক স্নেহাশীষ জানা। গল্প লিখেছেন সৌভিক চক্রবর্তী।
এই সিরিয়ালটি একটি রোমান্টিক থ্রিলার ড্রামা। এই শোটির প্রথম পর্ব জি বাংলায় আসে ১৬ই মে ২০২২এ। গল্পে দেখা যায় যে ১৬ বছর বয়সে তাঁর বাবাকে হারায় মিতুল এবং সে সিদ্ধান্ত নেয়, বাবার কাজকেই এগিয়ে নিয়ে যাবে নিজে। সে পুতুল বানিয়ে সংসার চালানোর সিদ্ধান্ত নেয়। কেবল মিতুল একা নয়, তাঁর সঙ্গে যোগ দেয় গুগলি। এরপর একদিন ইন্দ্রজিত নামে একজন প্রভাবশালী ব্যবসায়ীর সঙ্গে দেখা হয় মিতুলের আর তারপরেই পাল্টে যায় জীবন। এই সিরিয়ালে আর পাঁচটি ধারাবাহিকের মতো রয়েছে নায়ক-নায়িকার প্রেম পর্ব ও খলনায়ক-খলনায়িকাদের চক্রান্ত। তবে এই সিরিয়ালের আগামী পর্ব দর্শকদের উপহার দিতে চলেছে নতুন কিছু। যে গুগলি মিতুলের জীবন জুড়ে রয়েছে, সেই গুগলিকে নিয়ে এখন চিন্তামুক্ত সে। কি দেখা যাবে এই পর্বে? জানা যাবে আগামী দিনে।
উল্লেখ্য, টিআরপি অনুযায়ী এই সিরিয়ালের জনপ্রিয়তা সুবিধাজনক অবস্থায়। ৫০০ পর্বের পরও নিজের দাপট বজায় রাখতে পেরেছে এই সিরিয়াল। এবার দেখার বিষয় আগামী দিনে জি বাংলার এই জনপ্রিয় সিরিয়াল নিজের দাপট বজায় রাখতে পারবে কিনা।