এবার ‘সান বাংলা’য় লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়াল আসছে

‘বাদল শেষের পাখি’ এই ধারাবাহিকে মুখ্য চরিত্র পাখি এবং মোহিতের ভূমিকায় অভিনয় করছেন শ্রেষ্ঠা প্রামানিক এবং জনপ্রিয় সিরিয়াল ‘বরণ’এর নায়ক সুস্মিত মুখোপাধ্যায়। এছাড়াও সম্পূর্ণ আলাদা চরিত্রে দেখা যাবে ‘হৃদয় হরন বিয়ে পাস’এর নায়িকা রশনি তন্বি ভট্টাচার্যকে।

কলকাতা: এখন জীবন মানেই ‘জি বাংলা’, ‘স্টার জলসা’ সহ অন্যান্য বাংলা সিরিয়াল চ্যানেলগুলিও। সময় পাল্টানোর সাথে সাথে জীবনটা জড়িয়ে গেছে সিরিয়াল ও ওয়েব সিরিজের জালে। ধীরে ধীরে তা পরিণত হয়েছে নেশায়। প্রতিটি ঘরে ঘরেই এখন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি চলে বাংলা সিরিয়ালের দাপট। এই জনপ্রিয়তা ও লোকের বাড়তি আগ্রহের ফলে এখন কদিন হতে না হতেই নতুন ধারাবাহিক আনতে বাধ্য হচ্ছে প্রযোজক ও পরিচালকরা। আর এর সাথেই জমে যাচ্ছে টিআরপির লড়াই। আজ এই সিরিয়াল আগে, তো কাল ওই সিরিয়াল। কিন্তু দিনের শেষে এই প্রতিযোগিতায় ফায়দা হচ্ছে সেই সিরিয়াল প্রেমীদেরই। তাঁরা পাচ্ছে নতুন রকমের সিরিয়াল। সাথে সময় মতো অভিষেক হচ্ছে বা জনপ্রিয়তা বাড়ছে নতুন প্রতিভাদেরও।

এবার রোম্যান্টিক ফ্যামিলি ড্রামা প্রেমীদের নতুন উপহার দিতে চলেছেন লীনা গঙ্গোপাধ্যায়। ‘সান বাংলা’য় আসছে ‘বাদল শেষের পাখি’। তবে নতুন সিরিয়াল হলেও গল্পের অভিনেতারা নবাগত বা নবাগতা নন। এই ধারাবাহিকে মুখ্য চরিত্র পাখি এবং মোহিতের ভূমিকায় অভিনয় করছেন শ্রেষ্ঠা প্রামানিক এবং জনপ্রিয় সিরিয়াল ‘বরণ’এর নায়ক সুস্মিত মুখোপাধ্যায়। এছাড়াও সম্পূর্ণ আলাদা চরিত্রে দেখা যাবে ‘হৃদয় হরন বিয়ে পাস’এর নায়িকা রশনি তন্বি ভট্টাচার্যকে। এই ধারাবাহিকে তাঁকে দেখা যাবে খলনায়িকার ভূমিকায়। এছাড়াও দেখা যাবে দেবনাথ চট্টোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী, সুদীপ মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তের মতো অভিজ্ঞ ও জনপ্রিয় শিল্পীদের।

TV,Bengali,Serial,Entertainment,Sun Bangla,Badol sesear pakhi

গল্পে দেখা যাবে সাধারণ ঘরের মেয়ে পাখি বাইসাইকেল প্রতিযোগিতায় জিতে বাবা-মার দুঃখ মুছবেন বলে প্রতিজ্ঞা করেন। এদিকে গ্রামে হওয়া ওই প্রতিযোগিতার তদারকি করতে আসেন বাইসাইকেল সংস্থার মালিকের ছেলে মোহিত। ঘটনাচক্রে পাখিকে ভালো লেগে যায় মুহিতের এবং মোহিতের হাত ধরেই বহু বিপদ থেকে রক্ষা পায় পাখি ও তাঁর পরিবার। গল্পের মোড় ঘোরে তখনই যখন মোহিত জানতে পারে পাখি অন্তঃসত্ত্বা। মোহিত সিদ্ধান্ত নেয় পাখিকে বিয়ে করে তাঁর সন্তানকে সমাজে স্বীকৃতি দেবে। কিন্তু এই লড়াই পাখির একার। সে কি নেবে মোহিতের সাহায্য? কি লেখা আছে পাখির ভাগ্যে? এই সবকিছু জানতে পারবেন ১৩ নভেম্বর থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় ‘সান বাংলা’ চ্যানেলে।




Leave a Reply

Back to top button