কোনের সাজে সাজছে মিলি! কি হবে এরপর?
সিরিয়ালে মুখ্য ভূমিকাগুলিতে অভিনয় করছেন খেয়ালি মন্ডল, অনুভব কাঞ্জিলাল এবং ধ্রুবজ্যতি সরকার। এছাড়া অন্যান্য ভূমিকায় অভিনয় করছেন সন্দীপ চক্রবর্তী, সপ্তর্ষি রাত, স্বর্ণকমল দত্ত, স্বাগতা বসু, ময়না ব্যানার্জি প্রমুখ ও অভিনেতা ও অভিনেত্রীরা।

কলকাতা: যত দিন যাচ্ছে ততই সিরিয়ালের চাহিদা বাড়ছে বাঙ্গালীদের মধ্যে। দুদিন অন্তর অন্তর টিভির পর্দায় আসছে নতুন সিরিয়াল। পাশাপাশি অভিষেক করছে কিছু নতুন মুখও। ফ্যামিলি ড্রামায় ছেয়ে গেছে এখন চ্যানেলগুলো। তাই এবার বাজারে টেক্কা দিতে জি বাংলা এনেছে ‘মিলি’। সিরিয়ালে মুখ্য ভূমিকাগুলিতে অভিনয় করছেন খেয়ালি মন্ডল, অনুভব কাঞ্জিলাল এবং ধ্রুবজ্যতি সরকার। এছাড়া অন্যান্য ভূমিকায় অভিনয় করছেন সন্দীপ চক্রবর্তী, সপ্তর্ষি রাত, স্বর্ণকমল দত্ত, স্বাগতা বসু, ময়না ব্যানার্জি প্রমুখ ও অভিনেতা ও অভিনেত্রীরা।
এটি একটি রোম্যান্টিক থ্রিলার ড্রামা যার প্রথম পর্ব টিভিতে এসেছে ২৫ সেপ্টেম্বর ২০২৩এ। সিরিজটি স্ক্রিন প্লেয়ার্সের ব্যানারে নির্মিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মিলি তার জীবনের প্রেম, রাহুলকে বিয়ে করতে চলেছে, কিন্তু তার বিয়ের দিনে একটি গুন্ডা অর্জুন তাকে অপহরণ করে। মিলিকে অপহরণ করার পিছনে অর্জুনের উদ্দেশ্য কী এবং তার কর্ম তাদের জীবনে কীভাবে প্রভাব ফেলবে? এটাই নিয়ে তৈরি সিরিয়ালটি। সিরিয়ালের আগাম এপিসোডে দেখা যাবে মিলি সাজবে কোনের সাজে। এবার এই পর্বে কোন মোড় নেবে সিরিয়ালটি, সেটা খুব শীঘ্রই জানা যাবে।
উল্লেখ্য, এই মুহূর্তে সেরা দশটি সিরিয়ালের মধ্যে না থাকলেও দর্শকের মন আকর্ষিত করেছে। ১১ নম্বর স্থানে রয়েছে সিরিয়ালটি। রেটিং ৫.২। এবার দেখার বিষয় এই সিরিয়ালটি কত তাড়াতাড়ি সেরা দশের মধ্যে আসে। নাকি আরো পিছিয়ে পড়বে আগামী দিনগুলোতে? তবে এই মুহূর্তে বেশ ভালোভাবেই টক্কর দিচ্ছে জি বাংলার মিলি। এবার দেখার বিষয় শেষ অবধি কি প্রভাব পড়ে দর্শকদের মনে।