কিসের ভুলভ্রান্তির কথা বলছে আয়ুষ্মান ও গঙ্গা?

গঙ্গা বলছে “সবটা ঠিক করতে অনেক দেরি হয়ে যাবে।” পাল্টা আয়ুষ্মান জানায় “সেদিনটা আসবেনা গঙ্গা। আমি জানি এর মাঝে প্রচুর ভুলভ্রান্তি হবে। কিন্তু আমি নিজেকে বোঝাবো ও শান্ত রাখবো।” কিসের ভুলভ্রান্তির কথা বলছে দুজনে? কি হয়েছে দুজনের মধ্যে? আগামী পর্বে উঠে আসবে সেই মুহূর্ত। জানতে চোখ রাখুন স্টার জলসায়।

কলকাতা: লম্বা সময় ধরে টিআরপি যুদ্ধে নিজেদের স্থান ধরে রাখতে সফল হয়েছে ‘স্টার জলসা’র ‘গাঁটছড়া’। ইতিমধ্যেই ৬০০ এপিসোড পার করে ফেলেছে এই সিরিয়াল। প্রতিটি অধ্যায়ের শেষে গল্পে দেওয়া হচ্ছে নতুন মোড়। যার ফলে দর্শকদের আশা এই সিরিয়ালকে ঘিরে অনেক। একই সাথে সময় মতো আবির্ভাব হতে দেখা গেছে নতুন চরিত্রদেরও। এই সিরিয়ালের প্লাস পয়েন্ট নায়ক-নায়িকা জুটির ‘অন-স্ক্রিন’ কেমিস্ট্রি। পাশাপাশি, ‘কমিক সেন্স’ ও খলনায়ক চরিত্রের অভিনয়ের অবদানও কম নয় গল্পের সাফল্যে। এবার রীতি মেনে আগামী পর্বেও নিয়ে আসা হচ্ছে ট্যুইস্ট। টানটান উত্তেজনায় ভরা একটি পর্ব এবার দর্শকরা দেখতে চলেছে আর কয়েকদিনের মধ্যে। ইতিমধ্যেই এই জমজমাটি পর্বের প্রোমো নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ছেড়েছে স্টার জলসা।

সম্প্রতি, আগের অধ্যায়ে দেখা গেছে আয়ুষ্মান ও গঙ্গার পুজো দেখানোর পর্ব। এবার আগামী পর্ব নিয়ে আসতে চলেছে নতুন কিছু। স্টার জলসার অফিশিয়াল ফেসবুক পেজে এর প্রোমো দেখানো হয়েছে। যেখানে দেখা গিয়েছে, গঙ্গা বলছে “সবটা ঠিক করতে অনেক দেরি হয়ে যাবে।” পাল্টা আয়ুষ্মান জানায় “সেদিনটা আসবেনা গঙ্গা। আমি জানি এর মাঝে প্রচুর ভুলভ্রান্তি হবে। কিন্তু আমি নিজেকে বোঝাবো ও শান্ত রাখবো।” কিসের ভুলভ্রান্তির কথা বলছে দুজনে? কি হয়েছে দুজনের মধ্যে? আগামী পর্বে উঠে আসবে সেই মুহূর্ত। জানতে হলে চোখ রাখুন স্টার জলসায়।

Bengali Serial,Entertainment,Ghatchora,Ayushman,Ganga,Star Jalsha

 

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে চলছে এই ধারাবাহিক। ৬০০ এপিসোড পেরিয়ে ৭০০ এপিসোডের দিকে দৌড়াচ্ছে গাঁটছড়া। এখনো অবধি টিআরপি যুদ্ধে নিজেদের ধরে রাখতে সফল হয়েছে এই সিরিয়াল। শুরুতে এই সিরিয়ালের টিআরপি ছিলো ৮.২। এখন এসে দাঁড়িয়েছে ৮.৯তে। এবার দেখার বিষয় কতদিন শীর্ষস্থান ধরে রাখতে পারে স্টার জলসার এই ফ্যামিলি ড্রামা সিরিয়াল। নাকি শেষ মুহূর্তে টিআরপি ব্যাটালে গাঁটছড়াকে টপকে যাবে অন্য কোন ধারাবাহিক? তবে ফল যাই হোক না কেন, এখনো দর্শকদের টিভির পর্দায় চোখ রাখতে বাধ্য করেছে এই সিরিয়াল।




Leave a Reply

Back to top button