শিমুলের পেটে হদিশ মিললো বিষের, চাপে পরাগ
কি করে বাঁচাবে পড়াগ নিজেকে? কি হবে শিমুলের বন্ধুদের পরবর্তী পদক্ষেপ? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী পর্বে।

কলকাতা: সম্প্রতি, ‘টিআরপি ব্যাটেল’এ সব সিরিয়ালকে পেছনে ফেলে এগিয়ে গেল ‘জি বাংলা’র ‘কার কাছে কই মনের কথা’। খুব বেশি দিন হয়নি এই সিরিয়ালের। সবে পার করেছে তিন সংখ্যার এপিসোড, কিন্তু অল্প সময়েই এই ধারাবাহিক জয় করেছে দর্শকদের মন। সৌজন্যে নতুন পর্বের সাথে নতুন ট্যুইস্ট। জনপ্রিয় অভিনেত্রী মানালি দে অভিনীত এই সিরিয়াল আগামী পর্বেও নিয়ে আসছে দর্শকদের জন্য গল্পে নতুন মোড়। শাশুড়ি-বৌমার শত্রুতা থেকে শাশুড়ি-বৌমার বন্ধুত্বের পর, এবার দেখা যাবে নিজেকে বাঁচানোর জন্য পরাগের নাটক। ইতিমধ্যেই, ‘জি বাংলা’য় মুক্তি পেয়েছে এই পর্বের ক্লিপ। চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজে এই ক্লিপকে ঘিরে দর্শকদের উন্মাদনা লক্ষ্য করা গেছে কমেন্ট সেকশনে। পেশ করেছে দর্শকরা নিজেদের মতামত।
আগামী পর্বের মূল বিষয়বস্তু ‘নিজেকে বাঁচানোর জন্য পরাগের নাটক’। ক্লিপে দেখা গেছে, হাসপাতালে এসে উপস্থিত হয়েছে শিমুলের শ্বশুরবাড়ির সদস্য সহ তার বন্ধুরা এবং শিমুলের জন্য চোখের জল ফেলছে তার স্বামী পরাগ। পরে জানা গেল, ডাক্তার বলেছে শিমুলের পেটে বিষ রয়েছে। পরমুহূর্তেই ওঠে প্রশ্ন, কি করে নাচতে গিয়ে শিমুলের পেটে চলে গেল বিষ? এরপর জানা যায় মিষ্টি খাওয়ার কথা এবং এর থেকে স্পষ্ট হয়ে যায় সেই মিষ্টিতেই মেশানো হয়েছিল বিষ। মাঝে শিমুলের বন্ধুবান্ধবদের মুখ থেকে শোনা যায়, প্রশাসন ও আইনের দ্বারস্থ হওয়ার কথা। কি করে বাঁচাবে পড়াগ নিজেকে? কি হবে শিমুলের বন্ধুদের পরবর্তী পদক্ষেপ? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী পর্বে।
উল্লেখ্য, দুদিন আগে টিআরপি তালিকায় প্রথম স্থানে এসে গেছে ‘কার কাছে কই মনের কথা’। এই মুহূর্তে এই ধারাবাহিকের রেটিং ৭.৭। ৭.৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে ‘নিম ফুলের মধু’ ও ‘ফুলকি’। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে ‘জগদ্ধাত্রী’ (৭.৩), ‘অনুরাগের ছোঁয়া’ (৭.২) এবং ‘লাভ বিয়ে আজকাল’ (৬.৪)। মনে করা হচ্ছে, শাশুড়ি-বৌমার বন্ধুত্ব ভালো চোখে নিয়েছে দর্শকরা এবং সেটার প্রভাব পড়েছে টিআরপি যুদ্ধে।