সিড-মিঠাইকে টক্কর দেবে খড়ি-ঋদ্ধির ভালোবাসা! গাঁটছড়ার প্রেম দেখে আনন্দে আপ্লুত নেটিজেনরা

টিআরপির তালিকায় ঝড় তুলতে জোরকদমে প্রস্তুতি চলছে গাঁটছড়া ধারাবাহিকের। নতুন প্রোমো সামনে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়ছেন গাঁটছড়া প্রেমীরা। খড়ি-ঋদ্ধির কেমিস্ট্রি বরাবরই নজর কেড়েছে দর্শকের। তবে মাঝে নানারকম ঝড়-ঝাপটা সামলাতে প্রেমেই ভাটা পড়েছিল তাদের। একদমই মন ভর ছিল না গাঁটছড়া ভক্তদের। অবশেষে নতুন প্রোমো দেখে আর চোখ সরছে না কারোরই। তবে কি সিড-মিঠাইকে যুদ্ধ যুদ্ধ খেলাকে টক্কর দেবে খড়ি-ঋদ্ধির ভালোবাসা?

সম্প্রতি ভট্টাচার্য বাড়ি বেহাত হওয়া নিয়ে খড়ি-ঋদ্ধির অভিযান সফল হয়েছে। ষড়যন্ত্র সরিয়ে রেখে ভালবাসায় মোড় ঘুরেছে।বাড়ি ফিরে পেয়েই খড়ি অনেক ঋণী হয়ে গেছে ঋদ্ধিমানের কাছে। আবার বিপদেও খড়ি নিজের স্বামীর প্রতি বিশ্বাস হারায়নি। এই দেখেই গলে জল ঋদ্ধিমান বাবু। আর তাতেই বেড়েছে ভালোবাসার জোয়ার। স্ত্রীকে চোখে হারাচ্ছেন ঋদ্ধিমান। কিন্তু মুখে স্পিকটি নট। জোর করেই নিয়ে যেতে চান বিদেশে। কিন্তু খড়ি এখন রঙ তুলিতে ঋণ শোধে ব্যস্ত। স্ত্রীর জেদের কাছে অবশেষে হার মানলেন ঋদ্ধি। স্টোর রুমেই তৈরি হল ঘনিষ্ঠ মুহূর্ত। খড়িকে জড়িয়ে ধরেন ঋদ্ধি। লাল রঙে মাখামাখি হয়ে যায় দুজনের গাল। উষ্ণ দৃশ্যে আটকে যায় দর্শকের চোখ।

প্রোমো দেখেই গাঁটছড়া প্রেমীরা ভালোবাসা ঢেলে দিচ্ছেন কমেন্ট বক্সে। কেউ বলছেন বম্ব, কেউ বলছেন ‘আগুন দৃশ্য’। বেশিরভাগ দর্শকই খড়ি ঋদ্ধির মাখো মাখো প্রেম দেখতে চান। ষড়যন্ত্র একদমই ভালো লাগে না তাদের। নতুন প্রোমো পেয়ে তাই ভীষণ খুশি গাঁটছড়ার ভক্তরা। মিঠাই পরিবারের যুদ্ধ নাকি ঋদ্ধি আর খড়ির ভালোবাসা- কে পাবে সেরার শিরোপা? অনেকেই বলছেন ‘ভালোবাসাই জয়ী হবে এবার,যুদ্ধ কোন কাজে আসবে না।’ফলে মিঠাই আর গাঁটছড়ায় এখন টাফ ফাইট।

প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে, সোমবার অর্থাৎ আজই হতে চলেছে এই ধামাকাদার এপিসোড। আজকের পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে গাঁটছড়া প্রেমীরা। রাফ এন্ড টাফ ঋদ্ধি আর শিল্পী মনের খড়ির মিলন দৃশ্য মিস করতে চান না!




Leave a Reply

Back to top button