ফুলকির হাত ধরে ফিরল তথাগত! গর্ববোধ গোটা পরিবারের
“ফুলকির মাধ্যমেই সবার মাঝে তথাগতর ফিরে আসা”। তথাগত ফিরে আসা ঘিরে গোটা পরিবার খুশি এবং ফুলকির জন্য গর্ববোধ করে সকলে। এরপর কি হবে? ফ্যামিলি ড্রামা প্রেমীরা আর কি দেখতে চলেছে?

কলকাতা: এ যেন ঠিক নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করার মত ব্যাপার! মাত্র কটা দিন হল এসেছে আর তারই মধ্যে বড় খেলা দেখাচ্ছে ‘জি বাংলা’র ফুলকি সিরিয়াল। তবে এই সিরিয়ালটি খেলা নিয়েই, অর্থাৎ স্পোর্টস ড্রামা। একটু বিস্তারিতভাবে বলতে গেলে রোম্যান্টিক স্পোর্টস ড্রামা। এই ধারাবাহিক ইতিমধ্যেই পার করেছে ১০০ এপিসোড। এবং অল্প সময়ের মধ্যেই টিআরপি এবং ভিউয়ার সংখ্যা প্রশংসার যোগ্য। রীতিমতো নামকরা সিরিয়ালগুলিকে ভালই টক্কর দিচ্ছে ফুলকি। বলতে গেলে আসার পরই ফুল ফুটিয়েছে ফুলকি। রোম্যান্স, কমেডি এবং মাঝেমধ্যে একশন, সবকিছুই দেখা যাচ্ছে এই সিরিয়ালে। পাশাপাশি রয়েছে নায়ক-নায়িকা বনাম খলনায়ক-খলনায়িকা পর্ব। এই সবকিছুর মিশ্রণেই তৈরি হয়েছে সিরিয়ালটি।
এই রোম্যান্টিক স্পোর্টস ড্রামায় দেখানো হয়েছে কিভাবে ফুলকি, একটি ছোটো এলাকার মেয়ে, সমস্ত পুরনো রীতি ভেঙ্গে বক্সিংকে নিজের পেশা ও নেশা দুইভাবেই নিয়েছে। এই আগ্রাসী মানসিকতা সে তাঁর বাবার থেকে পেয়েছে এবং জীবনে চলার পথে তাঁকে সাহায্য করছে সমস্ত বাধা পেরোতে। এই গল্পের মুখ্য চরিত্র ফুলকির ভূমিকায় অভিনয় করছেন দিব্যানি মন্ডল এবং প্রাক্তন বক্সার তথা গল্পের নায়ক রোহিত রায় চৌধুরীর ভূমিকায় অভিনয় করছেন অভিষেক বোস। এছাড়াও এই ধারাবাহিকে অভিনয় করছেন অঙ্কিতা মাঝি, সোহন বন্দোপাধ্যায়, কৌশাম্বি চক্রবর্তী, ঐন্দ্রি লাবনীয়া রয়, অর্পিতা মন্ডল, শার্লি মোদক, প্রমূখ অভিনেতা ও অভিনেত্রীরা। তবে আগামী পর্বে গল্পে দেখা যাবে একটি নতুন দৃশ্য। দেখা যাবে তথাগতর ফিরে আসা। হ্যাঁ “ফুলকির মাধ্যমেই সবার মাঝে তথাগতর ফিরে আসা”। তথাগত ফিরে আসা ঘিরে গোটা পরিবার খুশি এবং ফুলকির জন্য গর্ববোধ করে সকলে। এরপর কি হবে? ফ্যামিলি ড্রামা প্রেমীরা আর কি দেখতে চলেছে?
উল্লেখ্য, কয়েক মাসের মধ্যেই বাজিমাত করেছে ফুলকি। টিআরপি তালিকা অনুযায়ী ফুলকির স্থান দ্বিতীয় নম্বরে। রেটিং ৭.৮। এবার দেখার বিষয় কতদিন এই দাপট বজায় রাখতে পারে?