কার কথা বলছে রানীর শশুর বাড়ির লোকেরা? জানতে পারবেন আগামী পর্বে
এই সিরিয়ালটির গল্প আর পাঁচটি বাংলা সিরিয়ালের মতই। যেখানে দেখা যাচ্ছে এক সাহসী নারী কিভাবে গর্ভবতী অবস্থায় নিজের ডাক্তারি পড়া চালিয়ে যাচ্ছে। কিন্তু তার স্বামী তার পাশে নেই।

কলকাতা: বাঙালি সিরিয়াল প্রেমী জাত। এখন বাঙালির হৃদয় জুড়ে শুধু জি বাংলা আর স্টার জলসা। যতই ব্যস্ততা থাকুক না কেন বাঙালি নিজের প্রিয় সিরিয়াল দেখতে এতোটুকু বাদ দেয় না সে যে কোন চ্যানেলেরই হোক না কেন। ৯০ এর দশকে সিরিয়ালের ধরন ছিল বিভিন্ন রকমের। কিন্তু এখন সবকিছুই ফ্যামিলি ড্রামা। মানুষের নিত্য নতুন চাহিদাকে পূরণ করতে এখন জি বাংলা ও স্টার জলসা নিয়ে আসছে নতুন নতুন ধারাবাহিক। এবং এর সঙ্গে বেড়েছে দুই চ্যানেলের প্রতিযোগিতা। সর্বদাই লেগে থাকে টিআরপির খেলা।
সময়ের সাথে সাথে দর্শকদের জন্য নতুন সিরিয়াল আনে স্টার জলসা। নাম ‘তোমাদের রানী’। এই সিরিয়ালে মুখ্য চরিত্র প্রাণীর ভূমিকায় অভিনয় করছেন অভিকা মালাকার এবং তাঁর নায়ক দুর্জয়ের ভূমিকায় অভিনয় করছেন অর্ক প্রভ। এছাড়া ওই সিরিয়ালে অভিনয় করছেন অমিতাভ ভট্টাচার্য, রিমঝিম মিত্র, অরুণ ব্যানার্জি, শংকর চক্রবর্তী, মধপ্রিয়া চৌধুরী, রাজ সেন, সমশ্রী ভট্টাচার্য প্রমূখ অভিনেতারা ও অভিনেত্রীরা।
এই সিরিয়ালটির গল্প আর পাঁচটি বাংলা সিরিয়ালের মতই। যেখানে দেখা যাচ্ছে এক সাহসী নারী কিভাবে গর্ভবতী অবস্থায় নিজের ডাক্তারি পড়া চালিয়ে যাচ্ছে। কিন্তু তার স্বামী তার পাশে নেই। এবং তাকে ধীরে ধীরে দুর্জয়ের প্রতি দুর্বল হতে দেখা যায়। এছাড়া তো রয়েছে ষড়যন্ত্র ও শত্রুতার প্লট। এবং আগামী পর্বে দেখা যাবে কারুর সম্বন্ধে কথা বলছে রানীর শ্বশুর বাড়ির লোক। কার সম্বন্ধে কথা বলছেন? কি হয়েছে? এসব কিছু জানতে পারবেন আগামী পর্বে। তার জন্য চোখ রাখতে হবে স্টার জলসায়।
উল্লেখ্য, এই মুহূর্তে ‘তোমাদের রানী’ সিরিয়ালটি টিআরপি অনুযায়ী সেরা ১০টি বাংলা সিরিয়ালের মধ্যে রয়েছে। রেটিং ৫.৫। সিরিয়ালটি রয়েছে অষ্টম স্থানে। এবার আগামী দিনে ‘তোমাদের রানী’ নিজের দাপট বজায় রাখতে পারে কিনা সেটাই দেখার বিষয়। নাকি নতুন কোন সিরিয়াল এসে এই সিরিয়ালটিকে পেছনে ফেলে দেবে?