পর্নার হাতে দত্তবাড়িতে হবে বড় কাজ
এবার আগামী পর্বে দেখা যাবে গল্পে এক নতুন মোড়। দেখা যাবে কিভাবে পর্ণার বুদ্ধিতে দত্তবাড়িতে তোপ দাগার রীতি সম্পন্ন হবে। জানতে হলে অবশ্যই দেখুন ‘নিম ফুলের মধু’

কলকাতা: বাংলা সিরিয়ালে আসক্ত বাঙালি। এখন ফ্যামিলি ড্রামার যুগ। তাই দর্শকদের ইচ্ছা পূরণ করতে ও ইন্ডাস্ট্রিতে ক্ষমতা বজায় রাখতে নতুন নতুন বাংলা সিরিয়াল আনেন প্রযোজক ও পরিচালকরা। সাথে থাকে হিংসা ও ষড়যন্ত্রের প্লট। শত্রুদের ছক ভেস্তে দিয়ে কিভাবে নায়ক ও নায়িকা একটি সুখী জীবন কাটায়, সেটাকে ঘিরেই তৈরি হয় এখনকার বাংলার ফ্যামিলি ড্রামা সিরিয়ালগুলি। এছাড়াও থাকে নায়ক-নায়িকার মান-অভিমান পর্ব ও রোম্যান্স। এখন বাঙালি এই ‘মাসালা স্টোরি’ বেশি পছন্দ করে। ব্যস্ত জীবন থেকে কিছু সময় বার করে নিজেদের হারিয়ে ফেলে টিভির পর্দায়। সত্যি কথা বলতে গেলে, এখন বিনোদন বলতে গেলে তো শুধু সিরিয়ালই। এখন বিনোদনের আরেক নাম জি বাংলা ও স্টার জলসা।
তবে এখানে যে সিরিয়ালটির কথা বলা হচ্ছে, সেটি একেবারেই নতুন সিরিয়াল নয়। ইতিমধ্যে ৩০০টি পর্ব পার করে ফেলেছে এই সিরিয়ালটি। এটি দেখা যায় জি বাংলা চ্যানেলে। নাম ‘নিম ফুলের মধু’। সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয়ে করছেন রুবেল দাস ও পল্লবী শর্মা। এছাড়াও রয়েছেন বিশ্বনাথ বসু, সংযুক্তা রায় চৌধুরী, লিলি চক্রবর্তী, মানসী সেনগুপ্ত, নবনীতা মালাকার, প্রসুন গুইন, প্রমুখ তারকারা। সিরিয়ালের গল্পটি আর পাঁচটি বাংলা ফ্যামিলি ড্রামার মতই। যেখানে দেখানো হয়েছে কি করে একটি ছোট পরিবারে বেড়ে ওঠা মেয়ে একটি যৌথ পরিবারের ছেলের সঙ্গে বিয়ে করে শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে লড়াই করছে।
এখানেও রয়েছে শত্রুদের চক্রান্তের প্লট। পাশাপাশি রয়েছে নায়ক-নায়িকার রোম্যান্স ও তাঁদের বিবাহিত জীবনে বাধার প্লটও। এবার আগামী পর্বে দেখা যাবে গল্পে এক নতুন মোড়। দেখা যাবে কিভাবে পর্ণার বুদ্ধিতে দত্তবাড়িতে তোপ দাগার রীতি সম্পন্ন হবে। উল্লেখ্য, দর্শকদের মনে অল্প সময়ের মধ্যেই মনে দাগ কাটতে পেরেছে নিম ফুলের মধু। দর্শকরা এখনো অবধি বেশ ভালোভাবেই নিচ্ছে সিরিয়ালটিকে। টিআরপি রেটিং অনুযায়ী সিরিয়ালটি রয়েছে দ্বিতীয় স্থানে ‘ফুলকি’র সাথে। রেটিং ৭.৬। এবার দেখার বিষয় আগামী দিনগুলিতে এই সিরিয়াল নিজের দাপট বজায় রাখতে পারে কিনা।