দত্ত বাড়িতে সিঁদুর কৌটো লুকানোর খেলা, জিতে দেখাতে হবে পর্ণাকে

প্রোমোতে দেখানো হচ্ছে, পুরুত মশাই সবাইকে বাড়ির বাইরে যেতে বললেন এবং সেই ফাঁকে তিনি সিঁদুরের কৌটো লুকিয়ে রাখবেন। দত্ত বাড়ির এই রীতি সম্বন্ধে জানা গিয়েছে প্রতিবছর দশমীর দিন এই লুকোচুরি খেলা হয় মাকে আটকে রাখার জন্যে।

কলকাতা : দাপট অব্যাহত রেখেছে ‘জি বাংলা’র ‘নিম ফুলের মধু’। ৪০০ এপিসোডের দিকে এগোনো এই সিরিয়াল এখনো নিজের দর্শক ধরে রাখতে সফল হয়েছে। প্রতি মুহূর্তে গল্পে নিয়ে আসা হচ্ছে ট্যুইস্ট, যা ভক্তদের টিভির পর্দায় চোখ রাখতে বাধ্য করছে। সময়ের সাথে সাথে এই সিরিয়ালের নায়ক-নায়িকা জুটিকেও ভালো চোখে নিয়ে নিয়েছে দর্শকরা। রোম্যান্স, কমেডি, প্লটিং ভরা এই সিরিয়াল এখনও এগিয়ে টিআরপি যুদ্ধে। প্রতিবারের মতো এবারও দর্শকদের একটি টানটান উত্তেজনা ভরা পর্ব উপহার দিতে চলেছে এই সিরিয়ালের প্রযোজক ও পরিচালক। এই পর্বের প্রোমো ইতিমধ্যেই দেখানো হয়েছে ‘জি বাংলা’য়। পাশাপাশি, বেশ ভালোই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। আগামী পর্ব বাকি পর্বগুলির থেকে হতে চলেছে সম্পূর্ণ আলাদা এবং জমিয়ে দেওয়ার মতো।Bengali,TV,Serial,Entertainment

আগামী পর্বে দেখা যাবে দত্ত বাড়িতে দশমীর দিন রীতি অনুযায়ী খেলা হবে লুকোচুরি। প্রোমোতে দেখানো হচ্ছে, পুরুত মশাই সবাইকে বাড়ির বাইরে যেতে বললেন এবং সেই ফাঁকে তিনি সিঁদুরের কৌটো লুকিয়ে রাখবেন। দত্ত বাড়ির এই রীতি সম্বন্ধে জানা গিয়েছে প্রতিবছর দশমীর দিন এই লুকোচুরি খেলা হয় মাকে আটকে রাখার জন্যে এবং যে মাকে ওই সিঁদুর কৌটো খুঁজে এনে দেন তাঁকে মা দু’হাত ভোরে আশীর্বাদ করেন। এরপরেই খেলা শুরু হতেই লেগে যায় হইচই। পর্ণা কি পারবে মায়ের লুকানো সিঁদুর কৌটো মাকে ফিরিয়ে দিতে? নাকি এর মাঝেও ষড়যন্ত্রের ছক কষবে ঈশা? এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী পর্বে। চোখ রাখতে হবে ‘জি বাংলা’য়।

উল্লেখ্য, গত এক বছর ধরে রাজত্ব বজায় রেখেছে এই ফ্যামিলি ড্রামা সিরিয়াল। এমনকি টিআরপি তালিকাতেও রয়েছে সেরা দুই স্থানে। রেটিং ৭.৬। শীঘ্রই এই সিরিয়াল ছুঁতে চলেছে ৪০০ পর্ব। আগামী দিনগুলিতে কি টিআরপি যুদ্ধে এগিয়ে থাকবে এই সিরিয়াল? নাকি অন্য সিরিয়াল বাজিমাত করবে? নাকি সেরা সিরিয়ালকে টক্কর দিয়ে শীর্ষস্থান দখল করবে ‘নিম ফুলের মধু’?




Leave a Reply

Back to top button