শরীর বেয়ে যেন বইছে গাঢ় নীল ঝরনা, মোদক পরিবারে কলহের মাঝে অন্য রূপে মিঠাই

বাংলা সিরিয়ালের জগতের একটি খ্যাতনামা নাম মিঠাই ( Mithai Bengali Serial )। সময়ের সঙ্গে উৎকর্ষ কাহিনীর মধ্যে দিয়ে বাঙালির মন জিততে সফল হয়েছে এই ধারাবাহিক। মিষ্টি চরিত্রের মধ্যে দিয়ে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু নজর কেড়েছে বহু জনের। বর্তমানে মোদক পরিবারে যেন লেগেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পারিবারিক সৌজন্য ভুলে দ্বন্দ্বে বসেছে মিঠাই পরিবার। 

একদিকে পরিবারের পুরুষরা, অন্যদিকে মোদক পরিবারের মহিলারা। বাড়িতে যেন যুদ্ধ পরিস্থিতি। এমতাবস্থায় খুব চিন্তার মধ্য়ে মিঠাই। সম্প্রতি, নিজের ভালোবাসার মানুষ সিডকে খাবার রেঁধে দিয়ে কাঠ গড়ায় সে। পরিবারের মহিলা সদস্যদের সামনে  এখন সে দোষী। 

প্রসঙ্গত, মোদক পরিবারে যুদ্ধ পরিস্থিতির মাঝে এক অন্য রূপে ধরা দিল মিঠাইরাণী। বাড়িতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিঠাই তখন লাস্যময়ী রূপে নিজের মায়া ছড়াতে ব্যস্ত। মিষ্টি মিঠাইয়ের নতুন অবতার দেখে প্রেমে পড়ে গিয়েছেন নেটিজেনরা। বুক ভরা আদরে ভরিয়েছে মিঠাইরাণীর সামাজিক মাধ্যমের কমেন্ট বক্স। এদিন নীল শাড়ি পরনে এক অন্য সাজে দেখা যায় মিঠাইকে। চির পরিচিত সাজের বাইরে বেরিয়ে যেন এক অন্য মেয়েকে দেখতে পেল মিঠাই অনুরাগীরা। গাঢ় নীল শাড়ি সঙ্গে কনের সাজ। শয্যা জুড়ে ফুলের বাহার। যেন স্বর্গের অপসরা। মিঠাইয়ের এই রূপে প্রেমে পড়ে যান নেটিজেনরা। কনের মিষ্টি সাজে আর আগের মতো লাগছে না তাঁকে। সে হয়ে উঠেছে লাবণ্যময়ী। শরীর বেয়ে গাঢ় নীল শাড়ি যেন শুধু একটা কাপড় নয়, ঝরনার মতো বয়ে চলেছে।

mithai insta

উল্লেখ্য, মিঠাইয়ের এই লাবণ্যময়ী সাজ সত্য়িই চমক দিয়েছে নেটিজেনদের মধ্যে। মোদক পরিবারের কলহ ভুলে তাঁর ঝরনার মতো সুন্দর লাস্যময়ী রূপের দিকে মন গিয়েছে অনুরাগীদের। অপরদিকে আবার মোদক পরিবার মেতেছে দাদুকে নিয়ে। দাদুর পুরানো প্রেমিকা ললিতার আগমনে আগুন জ্বলে উঠেছে সুষমার মাথায়। আর তাই নিয়ে বেঁধেছে মহিলা-পুরুষ দ্বন্দ্ব।

 




Leave a Reply

Back to top button