রাজস্থানে বাবার ফিটনেস কোচের সঙ্গেই বিয়ের পিঁড়িতে আমির কন্যা ইরা
আমির খানের বাড়িতে বাঁজতে চলেছে বিয়ের সানাই, নূপুর শিখারের প্রেমে মজেছেন ইরা..

বিয়ের সানাই বাজতে শুরু করে দিয়েছে আমির খানের(Amir khan) বাড়িতে ৷ মেয়ে ইরার(Ira) বিয়ে বলে কথা ৷ জানুয়ারিতে নূপুর শিখারের (Nupur Shikare) সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি ৷জানুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসবেন আমির খানের মেয়ে ইরা খান ও নূপুর শিখারে ৷ বিয়ের দু’মাস বাকি থাকলেও এখন থেকেই নানা অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আমির খানের মুম্বইয়ের(Mumbai) বাড়িতে ৷ মহারাষ্ট্রের কেলভন সেরেমনি দিয়ে শুরু হয়েছে বিয়ের আগের নিয়ম-রীতি ৷ সেই রীতি পালনে দেখা গেল হবু-দম্পতিদের ৷ মেয়ে ইরাকে ফুলের সাজে সাজালেন মা রীনা ও শাশুড়ি প্রীতম শিখারে। গত বছর এনগেজমেন্ট সেরেমনি ( Engagement ceremony) সেরেছেন ইরা-নূপুর ৷ এবার বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা ৷ শুরু হয়ে গিয়েছে প্রি-ওয়েডিং (pre-wedding) সেরেমনি ৷ কেলভন সেরেমনির জন্য মা রীনা দত্ত( Rina Dutta), নূপুরের মা প্রীতম শিখারে (Pritam Shikhare) ও ইরার প্রিয় বন্ধু মিথিলা পালকর (Mithila Palkar) সাজিয়ে তুললেন ইরাকে ৷ মহারাষ্ট্র স্টাইলে শাড়ি পরানো থেকে শুরু করে সুন্দর নাকছবি-তে দেখা গেল ইরাকে ৷ সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন আমির কন্যা ৷ তাঁকে দেখা গিয়েছে ফুলের গয়নায় সেজে উঠতে ৷ পরনে ছিল লাল রঙের কটনের শাড়ি ৷ তাঁর সঙ্গে মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন হবু বর নূপুরও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান(Amir khan) বাবা হিসাবে মেয়ের তারিখ প্রকাশ্যে আনেন ৷ হবু জামাইয়ের প্রতি ভালোবাসাও ব্যক্ত করেন ৷ তিনি বলেন, “ইরার বিয়ে হতে চলেছে ৩রা জানুয়ারি (3rd January)৷ আমার মেয়ে যাঁকে পছন্দ করেছে তাঁর ডাক নাম পোপেয়ে (popeye) ৷ সে একজন ট্রেনার ৷ তাঁর বাহু আসলে কার্টুন চরিত্র( cartoon character) পোপেয়ের মতো ৷ কিন্তু তাঁর আসল নাম নূপুর( Nupur) ৷ সে খুব ভালো মনের মানুষ ৷ যখন আমার মেয়ে মানসিক অবসাদের সঙ্গে যুদ্ধ করছিল, নূপুর(Nupur) তখন তাঁর পাশে ছিল ৷ সে এমন একজন, যে সব সময় ইরার(Ira) পাশে এসে দাঁড়িয়েছে ৷ ইমোশনালি ইরাকে সাপোর্ট করেছে ৷ আমি খুশি এটা দেখে যে তাঁরা একসঙ্গে কতটা আনন্দে রয়েছে ৷ তাঁরা মন থেকে একে অপরের সঙ্গে যুক্ত ৷ একে অপরের পাশে থাকে, একে অপরের খেয়াল রাখে ৷”
প্রসঙ্গত, বেশ কিছুদিন নিজেকে সিনেমা-শ্যুটিং(cinema- shooting) থেকে সরিয়ে রেখেছেন আমির খান(Amir khan)। আপাতত তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আর এই বিরতি নেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে আমির খান বলেন, “এই বিরতিতে আমি পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে পেরেছি। আর এতেই আমি অত্যন্ত খুশি। সন্তানদের সঙ্গে সময় কাটিয়ে আমার অত্যন্ত ভালো লাগছে।” জানা যায়, বিভিন্ন সেলেবদের ফিটনেস কোচ( Fitness coach) হিসেবে কাজ করেছেন নুপুর(Nupur)। শুধু তাই নয়, রাজ্য স্তরে টেনিস(Tennis) খেলেছেন তিনি। ১৯৮৫ সালে ১৭ অক্টোবর পুনেতে তাঁর জন্ম। এরপর মুম্বইয়ের আরএ পোদ্দার কলেজ থেকে কমার্স অ্যান্ড ইকোনমিক্সে(commerce&economics)স্নাতক(graduate) হন তিনি। তাঁর মা ছিলেন একজন নাচের শিক্ষিকা( Dance teacher)। ২০২০ সাল থেকে আমির কন্যার সঙ্গে প্রেমে মজেছেন তিনি, সূত্রের খবর এমনটাই।