শিশু পাচারে অভিযুক্ত সলমন খান, প্রতিবেশীর বিরুদ্ধে মানহানির মামলা খারিজ আদালতে

রিয়া পাল,কলকাতা:আইনি ব‍্যাপারে জরিয়ে পরে অনেকবারই আদালত পর্যন্ত দৌরাতে হয়েছে বলিউডের বিখ্যাত অভিনেতা সালমান খান(Salman Khan)কে। বলিউডের এই বিখ্যাত অভিনেতা এবার মানহানির মামলা করতে আদালতে গেলে তার মামলা খারিজ করে আদালত। উল্টে অভিনেতার প্রতিবেশীর দাবিকে মান‍্যতা দিল আদালত। এতে সালমান খানের সস্তি তো হলোই না উল্টে আরো বিপাকে পড়তে হলো তাকে।

পানভেলে অভিনেতার নিজের খামার বাড়ির প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করতে আদালতের দারস্থ হয় অভিনেতা। অভিনেতা দাবি করে তার প্রতিবেশী তাদের বিবাদের মধ‍্যে জোর করে তার ধর্মকে টেনে আনছে। কেতন কক্বর নামে অভিনেতার এই প্রতিবেশীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে অভিনেতা। আদালতের কাছে অভিনেতার দাবি ছিল তার পানভেলের খামার বাড়ি ও তার পরিবারের সদস‍্যদের বিরুদ্ধে কোনো প্রকার মন্তব‍্য করতে নিষেধাজ্ঞা জারি করা হোক।

আদালতের কাছে অভিনেতার এই দাবি খারিজ হয়ে যায়। অভিনেতা আইনজীবী বলেন অভিনেতার পানভেলের খামার বাড়ির পাশে জমি কিনেছিলেন কেতন কক্বর নামে ঐ ব‍্যক্তি। পরবর্তীকালে কেতন কক্বরের ঐ জমিকে অবৈধ বলে দাবি করে প্রশাসন। ব‍্যক্তির এই রাগ গিয়ে পরে অভিনেতা ও তার পরিবারের উপর। ব‍্যক্তি দাবি করেন কোনো প্রসাসনীক কারণে না অভিনেতা ইচ্ছাকৃত তাকে তার জমিতে বসবাস করতে দিচ্ছে না।

সোস্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বারবার কেতন কক্বর নামে ঐ ব‍্যক্তি সালমান খানের খামার বাড়ি ও তার পরিবার নিয়ে অনেক বিষ্ফোরক মতামত প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন বন আইন লঙ্ঘন করেছেন অভিনেতা। প্রমাণ হিসেবে বনদপ্তর থেকে অভিনেতার পরিবারকে উদ্দেশ‍্য করে জারি করা শোকজ নোটিশ প্রকাশ করেছেন ব‍্যক্তি। এখানেই শেষ না অভিনেতার আইনজীবী কেতনের বিরুদ্ধে আরও অভিযোগ করেছেন।

তিনি বলেছেন কেতন অভিযোগ করেছে সালমান ‘ডি গ‍্যাঙ্গ’ এর ফ্রান্ট ম‍্যান।তার দাবি অভিনেতার রাজ‍্য তথা কেন্দ্রীয় নেতাদের সাথে বিশেষ পরিচয় আছে। তিনি অভিনেতা ধর্ম নিয়ে কটাক্ষ করেও থামেনি তিনি বলেন অভিনেতা শিশু পাচারের(Child trafficking) সাথে জরিত এবং তার খামার বাড়িতে কয়েক জন অভিনেতা অভিনেত্রীর লাশ কবর দেওয়া আছে। কেতনের সমস্থ ভিডিও ও সাক্ষাৎকার দেখার পর আদালতের বক্তব‍্য এগুলোকে মানহানির পর্যায়ে ফেলা যায় না। তিনি অভিনেতার সম্পত্তি ও তার বেআইনি কাজের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।




Leave a Reply

Back to top button