শাহরুখের সাথে নাচতে গিয়ে গর্ভপাত! রাগের বশে কাজলকে চড় মারেন অজয়

পর্দায় কাজল-শাহরুখ (Kajol-Shahrukh) জুটি হিট। কিন্তু বাস্তব জীবনে কাজল-অজয় (Ajay-kajol) জুটি ভক্তদের কাছে বেশি প্রিয় । হিন্দি চলচ্চিত্রের (Bollywood) একজন অন্যতম প্রভাবশালী ও সফল অভিনয়শিল্পী অজয় দেবগন (Ajay Devgn) । আর কাজল বলিউডের সফল হিট নায়িকাদের একজন। বদমেজাজি অজয় আর কৌতুকপ্রিয় কাজল (Kajol)। স্বভাবে তারা ভিন্ন হলেও ব্যক্তিগত জীবনে তারা খুবই কাছের।এই দুজনের সম্পর্কের নানা জল্পনার মাঝেও তারা বি-টাউনের অন্যতম পাওয়ার কাপেল বলে নিজেদেরকে প্রমাণ করেছেন তারা। আর তাদের দীর্ঘ ২৩ বছরের দাম্পত্য জীবনে দেখে এতে কোন সন্দেহের অবকাশ নেই।

‘কাভি খুশি কাভি গাম’ (Kavi Khusi Kavi Gham) ছবিটি কাজলের  (Kajol) ক্যারিয়ারে অত্যন্ত গুরুত্ব বহন করে। শাহরুখ খানের সাথে জুটি বেঁধে এই সিনেমায় অভিনয়ের জন্য কাজলের  (Kajol) জনপ্রিয়তা উঠে গিয়েছিল অন্যমাত্রায়। একই সাথে শাহরুখের সাথে কাজলের  (Kajol) গভীর বন্ধুত্বের কথাও অজানা নয় কারোর। তবে এই সিনেমার শ্যুটিং সেটেই ঘটে কাজলের জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা। এরই প্রেক্ষিতে কাজল একবার বলেছিলেন, এই ছবির সাফল্যে আমি একটুও আনন্দ করতে পারিনি।

‘পয়্যার তো হোনা হি থা’-র সেটে প্রেমের রেলগাড়ি ছোটান কাজল, অজয় দেবগণ (Ajay Devgn)। প্রেম থেকে বিয়ে, দুই সন্তান নিয়ে সুখী দম্পত্য জীবন এখন তাদের। অজয়-কাজলের লাভস্টোরি আজও সবার মুখে মুখে ঘোরে। বলিটাউনের আদর্শ কাপলের উদাহরণ হিসেবেও তাঁদের নাম নেওয়া হয়। কিন্তু বিয়ের পর কাজলকে প্রকাশ্যে চড় মেরেছিলেন অজয় দেবগন, কিন্তু কেনও? 

kajol 1

১৯৯৯ সালে কাজলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা (Ajay Devgn)। আসলে মেয়ে নায়সা এবং ছেলে যুগের জন্মের আগে দু’বার গর্ভপাত হয় কাজলের। আর তার জন্য স্বামী অজয় তাকেই দোষারোপ করেছিলেন। প্রথমবার গর্ভবতী হওয়ার পর কাজলকে অভিনয় করতে বারণ করেন অজয়। কিন্তু স্বাধীনচেতা কাজল নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পছন্দ করেন। তাই স্বামীর কথা না শুনে অভিনয়ের সুযোগ আসায় তিনি পিছপা হননি।

আরও পড়ুন জামার ফাঁকে উপচে পড়ছে সুঢোল স্তনযুগল, কঙ্গনার রুপের আগুনে ঝলসে যাচ্ছে নেটপাড়া

জানা যায়, ২০০১ সালে কর্ণ জোহরের ছবি ‘কভি খুশি কভি গম’ (Kavi Khusi Kavi Gham) ছবির সেটে নাচতে গিয়ে দুর্ঘটনা ঘটে। শাহরুখ খানের সঙ্গে ‘ইয়ে লড়কা হ্যায় আল্লাহ’ গানের দৃশ্যের শ্যুটিং চলছিল। নাচের রিহার্সাল করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান কাজল। সেই মুহূর্তেই খবর পেয়ে সেটে চলে যান অজয় (Ajay Devgn)। সকলের সামনে কাজলকে কষে চড় মারেন তিনি।

এ নিয়ে কর্ণের ওপরেও চটে গিয়েছিলেন অজয় (Ajay Devgn)। গর্ভবতী হলেও তাকে দিয়ে নাচ করানোর জন্য় এই পরিচালককে ধমকও দেন অভিনেতা। পরবর্তীতে কাজলকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় তখন। এ ঘটনার অনেক দিন পর্যন্ত অজয়-কর্ণের সম্পর্ক ভালো ছিল না। এরপর দ্বিতীয় বার গর্ভপাত হয় কাজলের।

পরবর্তীতে এক সাক্ষাৎকারে কাজল বলেন, কর্ণের ‘কাভি খুশি কাভি গাম’ ছবিটি ব্যপক সফল হয়। কিন্তু সে সময়ে ছবির সাফল্যে একটুও আনন্দ করতে পারিনি। প্রথম সন্তানকে হারিয়েছি সে বার। তারপর আবারও গর্ভপাত হয়। অজয় (Ajay Devgn) এবং আমার জন্য সেই সময়টা খুবই কঠিন ছিল। কিন্তু এখন আমাদের পরিবার সম্পূর্ণ। নায়সা এবং যুগ এসেছে আমাদের জীবনে। দুই সন্তানকে নিয়ে সুখী পরিবার অজয়-কাজলের।

আরও পড়ুন “আর আর আর” ছবির বক্স অফিস নাম্বার গুলো মিথ্যে, এবার রাজামৌলিকেও ছেড়ে কথা বললেন না KRK




Leave a Reply

Back to top button