Pushpa : মেকআপ করলেই আল্লু বলে উঠতেন ‘ঝুকেগা নেহি পুষ্পা’, জেনে নিন মেকআপ কথা

বলিউডকে রীতিমতো পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলি। একের পর এক হিট ছবি দিয়ে মন জয় করেছে দর্শকদের। আবার মাঝে মাঝে দেখা যায় দক্ষিণ ভারতীয় সিনেমাগুলি থেকেই কপি করে তৈরি হয়ে যাচ্ছে বলিউডের সুপারহিট সিনেমা। গত বছরের শেষের দিকে মুক্তি পেয়েছিল দক্ষিণী ছবি ‘ পুষ্পা – দ্য রাইস ‘ ( Pushpa )। পুষ্পার অভিনয় রীতিমতো ঘুম কেড়ে ছিল দর্শকদের। পুষ্পার লুক স্টাইল হাটা চলার ধরন ডায়লগ সবকিছু একেবারে ট্রেন্ডিং এ। তবে কেমন করে সফলতা পেল পুষ্পার মাফিয়া রূপ? তারই সম্ভাব্য কিছু তথ্য খুঁটিয়ে বের করেছে সিনেমার সমালোচকরা।

Pushpa : মেকআপ আর্টিস্টদের কৃতিত্ব

তামিল সুপারস্টার আল্লু অর্জুন কি করে মাফিয়ার লুকে মন জয় করলেন সকলের? কি করে তৈরি করা হলো তার এই লুক? ছবিটিতে আল্লু অর্জুন এর অভিনয় আরো একবার প্রমাণ করে দিল তার ভিতরকার অভিনয় সত্তাকে। রুক্ষ চেহারা, রুক্ষ স্বভাবেই কিস্তিমাত করে দিলেন তিনি। বলতে গেলেই ছবিটি সুপার হিট হবার পুরো ক্রেডিট আল্লু অর্জুনের। একইসাথে তার মেকআপ আর্টিস্ট এর কৃতিত্ব প্রায় একই সমান। পর্দার আড়ালে তাদের কাজ সুপারষ্টার আল্লু অর্জুনকে রূপান্তরিত করেছে পুষ্পায়।

Pushpa: ভাইরাল ভিডিও

সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হচ্ছে একটি ভিডিও। মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওতে দেখানো হয়েছে পুষ্পা সিনেমার বিহাইন্ড দ্য সিন এর কিছু দৃশ্য। যেখানে দেখা যাচ্ছে স্টুডিওতে যত্নসহকারে আল্লু অর্জুনের মেকআপ করছেন তার মেকআপ আর্টিস্টরা। ভিডিও দেখেই বোঝা যাচ্ছে আল্লু অর্জুন কে পুষ্পা রূপান্তরিত করার জন্য সেটের মেক-আপ আর্টিস্টের পরিশ্রম। মাত্র দুই ঘন্টায় আলু অর্জুন রূপান্তরিত হতেন পুষ্পাই। পুষ্পার হেয়ারস্টাইল থেকে শুরু করে তার রুক্ষ চেহারা সবই সেটের মেকআপ আর্টিস্ট দিয়ে তৈরি। তাই ছবির সুপার হিট হওয়ার জন্য যতটা কৃতিত্ব আল্লু অর্জুনের ততটাই কৃতিত্ব নিশ্চিতভাবে সেটের মেকআপ আর্টিস্টদেরও।

আরও পড়ুন – Shivaji jayanti: শিবাজী মহারাজের জন্মজয়ন্তীতে ভিড়ে উপচে পড়েছে দেশ, মানা কি হচ্ছে কোভিড বিধি

Pushpa : সুপারহিট ছবি

গত বছরের শেষের দিকে মুক্তি পাওয়া এই ছবি লকডাউনের পরবর্তী সময়ে বক্স অফিসে আলোড়ন ফেলে দিয়েছিল। তামিল তেলেগু মালায়ালাম কর এবং হিন্দি এই পাঁচটি ভাষায় মুক্তি পায় ‘পুষ্পা দ্য রাইস’ ( Pushpa )। লাল চন্দন পাচারকারী পুষ্পা আদতে ভিলেন হলেও দর্শকের কাছে এখন সে সুপার হিরো। শুধুমাত্র হিন্দিতে মুক্তি পাওয়া এই ছবিটি ইতিমধ্যেই আয় করেছে প্রায় ১০০ কোটি। একই সাথে পুষ্পার ফ্যানেরা অধিক আগ্রহে আছে পুষ্পার পার্ট ২ এর অপেক্ষায়।

আরও পড়ুন – Priyanjali Gupta : সফটওয়্যার বলে দেবে আপনার চালচলন, ভারতীয় ছাত্রীর আবিষ্কারে উত্তাল নেটদুনিয়া




Leave a Reply

Back to top button