কথা রাখেনি আমির খান, বলি পাড়ায় কেন মুখ পুড়েছে মিস্টার পারফেকসনিস্টের

অহেলিকা দও, কলকাতা : “কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না…।” বহু বছর আগে সুনীল গঙ্গোপাধ্যায় ( Sunil Gangopadhyay) এই কবিতাটি লিখেছিলেন। কিন্তু এই কবিতাটি যে বিখ্যাত অভিনেতা আমির খানের ( actor amir khan) জন্য প্রযোজ্য হবে সেটা কেউই কল্পনা করতে পারেনি। সকলের সামনে জোর গলায় কথা দিলেও সেই কথা রাখতে পারেননি আমির খান ( actor amir khan)। ঠিক তেত্রিশ বছর নয়, এযুগ পেরিয়ে গেলেও মধ্যপ্রদেশের ( madhyapradesh) একটি তাঁতশিল্পীর পরিবারের সদস্যেদের কাছে তাঁর সাহায্য ( help) আজও পৌঁছায়নি।

Actor Amir khan : ‘থ্রি ইডিয়টস’ সিনেমার প্রচার

মধ্যপ্রদেশের চান্দেরি অঞ্চলের প্রাণপুর গ্রামে বাস করতেন ওই তাঁতশিল্লী পরিবার। প্রায় ১৩ বছর আগে ২০০৯ সালে ১ ডিসেম্বরে তাঁতশিল্পী কমলেশ কোরির বাড়িতে হঠাৎই পৌঁছে যায় আমির খান। সম্প্রতি তখন তাঁর নতুন ছবি ‘থ্রি ইডিয়টস’ সিনেমা রিলিজের সময়, সেই সিনেমার প্রচারেই তিনি পৌঁছে গিয়েছিলেন কমলেশ কোরির বাড়ি।

actor amir khan

Actor Amir khan : কমলেশের বাড়িতে আচমকা আমির খান

থ্রি ইডিয়টস সিনেমার প্রচারে আমির খান ( actor amir khan) ঘুরে বেড়াতেন দেশের বিভিন্ন প্রান্তে। এই কারণেই তাঁতশিল্পী কমলেশের বাড়িতে আচমকা প্রবেশ করেছিলেন তিনি এবং তাঁর টিম। সাথে ছিলেন এই সিনেমার নায়িকা কারিনা কাপুর। কমলেশের একচালা মাটির বাড়িতেই চলত তাঁত শিল্প। সেই তাঁতে বোনা কাপড়েই চালাতেন তাঁর সংসার। কমলেশের ঘরের মেঝেতে তাঁর পরিবার সহ বাকি সদস্যদের সঙ্গে মাটিতে বসে খাবার খেয়েছিলেন আমির খান এবং কারিনা কাপুর। শুধু তাই নয় কমলেশের কাছ থেকে ২৫ হাজার টাকা করে দুটি শাড়িও কিনেছিলেন আমির খান। তৎক্ষণাৎ এরমধ্যে একটা শাড়ি উপহার দিয়েছিলেন কারিনা কাপুরকে।

Actor Amir khan : আমির খানের প্রতিশ্রুতি

এছাড়াও আমির খান ( actor amir khan) কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন কমলেশের পরিবারকে। তিনি বলেছিলেন, “আপনাদের জন্য মুম্বাইয়ে একটি শোরুম জন্য খুলে দেওয়া হবে। যেখান থেকে নিজের তাঁতে বোনা কাপড় আপনারা বিক্রি করতে পারবেন।” এছাড়াও তিনি বলেছিলেন প্রয়োজন হলে তারা নিজেদের শোরুমে আমির খান এবং কারিনা কাপুরের নামও ব্যবহার করতে পারেন। এই প্রতিশ্রুতিতে অত্যন্ত খুশি হয়েছিলেন কমলেশের পরিবার। এমনকি তাকে আলিঙ্গন করে ‘এ কে’ আদ্যক্ষর খোদাই করা একটি সোনার আংটি উপহার দেন আমির খান। এছাড়াও নিজের ফোন নম্বর দিয়ে মুম্বাইতে ‘থ্রি ইডিয়টস’ প্রিমিয়ারে আসার আমন্ত্রণও জানিয়েছিলেন কমলেশ সহ তাঁর গোটা পরিবারকে।

আরও পড়ুন….Popular Bengali Serial : এবার সিনেমা চুরির অভিযোগ উঠছে মিঠাইয়ের বিরুদ্ধে , ক্রমশ কমছে টিআরপি

আরও পড়ুন….‘হিন্দির বিরুদ্ধে জারি থাকবে লড়াই’, বাংলার জয়গান গাইতে গিয়ে কেন এমন বললেন অনিন্দ্য

Actor Amir khan : কমলার বক্তব্য

এরপর অনেক বছর কেটে গেছে। করোনাকালে বাকি সবার মতো কাজ হারিয়েছেন কমলেশও। অনেক কষ্টে দিন কাটছিল তাদের পরিবারের। করোনায় আক্রান্ত হয়ে মারাও গিয়েছেন কমলেশ। বর্তমানে অর্থের অভাবে কমলেশের ছেলেমেয়ে স্কুল ছাড়াতে বাধ্য হয়েছেন। তার স্ত্রী কমলা নিজে তাঁত বুনতে পারেন না বলে বিড়ি বেঁধে কোনোরকমে সংসার চালাচ্ছেন। কমলা জানিয়েছেন, “শোরুম করে দেওয়া তো দূরের কথা, আমিরের দেওয়া ওই ফোন নম্বরে কল করলে কেউ ধরেনি। কোনো অর্থ সাহায্য আসেনি। একবার বাধ্য হয়ে সাহায্য প্রার্থনা করে আমির খানকে চিঠিও লিখেছিলাম আমরা। আজ পর্যন্ত সেই চিঠিরও জবাব আসেনি।”

Amir khan : সোনার আংটি

তবে এত অর্থাভাব হলেও আমির খানের ( actor amir khan) দেওয়া ওই সোনার আংটি এখনও পর্যন্ত বিক্রি করেননি কমলেশের স্ত্রী কমলা। এখনও যত্ন সহকারে রেখে দিয়েছেন নিজের কাছে। আমির খানের পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কি কমলেশের পরিবারের দুর্দশার খবর এখনও কানে পৌঁছায়নি আমির খানের?

 




Leave a Reply

Back to top button