“নিঃশ্বাস নিতে পারছিলাম না..”, নজরুল মঞ্চে KK-এর মতো অবস্থা হয়েছিল এই গায়কের

অর্জুন কানুনগো কে সবাই চেনে গায়ক তথা সুরকার হিসাবে। তিনি তাঁর দিল্লি পারফরমেন্স শেষ করে কথা বললেন কেকে-র মৃত্যুর প্রসঙ্গ নিয়ে। অর্জুনের কথাতেও বারংবার উঠে এল কলকাতার নজরুল মঞ্চের অবব্যবস্থার কথা। আরও একবার কলকাতা শহরের ঐতিহ্যবাহী নজরুল মঞ্চ নিয়ে কেকে-মৃত্যুতে কোনও তারকা নিজের ক্ষোভ প্রকাশ করলেন।

img 20220612 202328

কেকে প্রসঙ্গে অর্জুন বলেছেন, ‘আমি শুনেছি অডিটোরিয়াম খুব গরম ছিল। আমি নিজে এর আগে ওই অডিটোরিয়ামে গান গেয়েছি। আমারও এই একই অভিজ্ঞতা হয়েছিল… আমি তো নিশ্বাসই নিতে পারছিলাম না। ভাবতেও পারা যায় না ভিতরটা কতটা গরম ছিল। এসি কাজ করছিল না। এই পুরনো অডিটোরিয়ামগুলোর রক্ষণাবেক্ষণ ঠিক করে করা হয় না। এটা একটা বড় সমস্যা। আডিটোরিয়ামের অবস্থা ভালো হওয়া উচিত। আমি জানি না ম্যানেজমেন্ট এই ব্যাপারে জানে কি না! ওরা যদি জানত কেকে-র শরীর খারাপ করছে, তাহলে তাদের উচিত ছিল শো বন্ধ করে দেওয়া। একটা শো বন্ধ করলে তো কিছু যায় আসে না।’

বিশেষ ভাবে উল্লেখ্য গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে ঘটে যায় দুর্ঘটনা। মারা গিয়েছেন কেকে শো এর পরই। যাঁরা সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁরা অনেকেই অভিযোগ করেছেন যে সেদিন মাত্রাতিরিক্ত ভিড় হয়েছিল নজরুল মঞ্চে। অডিটোরিয়ামের দরজা অবধি খুলে দিতে হয়েছিল। উপরন্তু এসি চলছিল না। দরদর করে একভাবে ঘামছিলেন কেকে তাঁর প্রমাণ দিয়েছে একাধিক ভিডিয়ো। বারবার জল খাচ্ছিলেন, ঘাম মুছছিলেন। স্টেজে থাকা আলোও বন্ধ করার অনুরোধ জানাচ্ছিলেন তিনি। কিন্তু শো শেষ করেই তাকে নিয়ে যেতে হয় হাসপাতালে। যেখানেই তার দেহাবসান হয়।

 




Leave a Reply

Back to top button