Bollywood News : কোটিতে পারিশ্রমিক! জেনে নিন আপনার পছন্দের অভিনেত্রীদের উপাজর্ন

অহেলিকা দও, কলকাতা : বলিউডে আইটেম গান( Bollywood item song) বেরোলেই আগে মনে পড়ে নোরা ফাতেহির ( nora Fatehi) কথা। তবে সাম্প্রতি “ও আন্টাভা” ( oo antava) গানটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে সোশ্যাল মিডিয়ায়( social media)। এই গান রিলিজ হয়েছিল ৭ জানুয়ারি। এখনও পর্যন্ত সামান্তা রুথ প্রভু ( Samantha Ruth Prabhu) ইন্টারনেট ( internet) কাঁপাচ্ছন। এছাড়াও ক্যাটরিনা কাইফ ( Katrina Kaif), সানি লিওনিকেও ( sunny Leone) অনেক আইটেম গানে নাচতে দেখা গেছে। তবে জানেনকি এরা এক একটি গানের জন্য কতো টাকা উপার্জন ( Earnings) করেন?
Bollywood – ‘ Oo Antava’
সামান্তা রুথ প্রভু জনপ্রিয় একজন অভিনেত্রী। তিনি মূলতঃ তামিল সিনেমায় অভিনয় করেন। চারবার তিনি ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন। তাঁর বেড়ে ওঠা তামিলনাড়ু রাজ্যে এবং তিনি ছোট থেকেই মডেলিং-এ আকৃষ্ট ছিলেন। সাম্প্রতি তাঁর “ও আন্টাভা” গানটি জনপ্রিয়তা লাভ করেছে। একেতো তিনি এই গানে পারফরম্যান্স নিয়ে অনিশ্চিত ছিলেন। আল্লু অর্জুনই তাকে গানটিতে ফিচার করার জন্য অনুরোধ করেছিলেন। একবার ভাবুনতো যদি তিনি এই গানটি ফিচার না করতেন তাহলে কতটা লস হত। শুধু প্রশংসাই নয়, সঙ্গে পাঁচ কোটি টাকাও। হ্যাঁ ঠিকই শুনছেন এই একটা গানের জন্য তিনি পাঁচ কোটি টাকা উপার্জন ( Earnings) করেছেন।
Bollywood – Saki Saki
নোরা ফাতেহি একজন কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল এবং অভিনেত্রী। এক মরোক্কান-কানাডিয়ান পরিবারে তাঁর বেড়ে ওঠা। আইটেম গানে নোরা ফাতেহি অত্যন্ত জনপ্রিয়। সাম্প্রতি তিনি সত্যমেব জয়তে ২ সিনেমার “কুসু-কুসু” গানে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এছাড়াও তিনি “সাকি-সাকি”, “দিলবার”, “একতো কাম জিন্দেগানি”, “গারমি” গানগুলোতে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি প্রতিটা গানের জন্য 50 লাখ টাকা উপার্জন ( Earnings) করেছেন।
Bollywood- Sunny Leone
সানি লিওনি একজন মার্কিন অভিনেত্রী,ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। তাঁর বলিউডে ( Bollywood) প্রথম সিনেমা “জিসম ২”। তিনিও আইটেম গানে দর্শকদের মুগ্ধ করেছেন। “বেবি ডল”,”পানঘাট”, “পানি ওলা ড্যান্স” ইত্যাদি গানে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রতিটা গানের জন্য তিনি তিন কোটি টাকা উপার্জন ( Earnings) করেন।
Bollywood – Kat
ব্রিটিশ হংকং জন্ম ক্যাটরিনা কাইফের। তবে তিনি ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে অত্যন্ত জনপ্রিয়। ২০০৮ সালে তাঁর বলিউডে (Bollywood) পথচলা শুরু। তিনিও আইটেম গানে দর্শকদের মন জয় করেছেন। সিলা কি জাওয়ানি, কামালি, চিকনি চামেলী, আফগান জালেবি ইত্যাদি গানের অসাধারণ নাচে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছেন তিনি। প্রতিটা গানের জন্য তিনি ৫০ লাখ টাকা উপার্জন ( Earnings) করেন।
আরও পড়ুন : Union Budget 2022 : আশা কি পূরন হল নাকি পকেট কাটল সাধারণ মানুষের, একনজরে বাজেটের ভাল-খারাপ