এক সিনেমায় বলি-হলি কাঁপিয়েছেন তিনি, রইল অলিভিয়া মরিসের হট লুকের ছবি
এক বড় রকমের অপেক্ষার পর অবশেষে দক্ষিণের বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলির পরিচালিত সিনেমা আরআরআর বড় পর্দায় মুক্তি পেয়েছে। গত মাসে ( 25th march) মুক্তি পেয়েছে এই সিনেমাটি। অভিনেতা রামচরন, রামা রাও এনটিআর জুনিয়র, অজয় দেবগন ও আলিয়া ভাট অভিনীত এই ছবি মুক্তির পর থেকেই এক বিরাট সাফল্য পেয়েছে। এক বড় রকমের জায়গা দর্শকদের মনে। কভিড পরিস্থিতির পর এখন ও অব্দি এটাই সবচেয়ে বড় সিনেমা। কিন্তু এই ছবিতে পরিচালক এস এস রাজামৌলির এক ছোট বিশ্ময় লুকিয়ে রেখেছেন।
আর সেটা কি আপনারা জানেন? সেটা হল ব্রিটিশ তারকা অভিনেত্রী অলিভিয়া মরিশ। তিনি এই ছবিটি মধ্যে দিয়ে ভারতীয় সিনেমাতে পদার্পণ করলেন। অবশ্য এই বিষয়টা দর্শকদের কাছে বিস্ময়ের বটে। ইতি মধ্যেই সিনেমাতে তার চরিত্রটি সবার সামনে এসেছে। অলিভিয়া মরিশ এই সিনেমাটিতে নাতু-নাতু (Naatu-Naatu) গানে জুনিয়র এনটিআর বিপরীতে সঞ্চালিত হবেন। এই সিনেমাটি (RRR) তৈরি করা হয়েছে প্রাক-স্বাধীনতার পটভূমিতে দাড়িয়ে। আর এই গানটা তারই একটা অংশ মাত্র। এই দুই বিশেষ অভিনেতা ও অভিনেত্রীর যুগলবন্দিতে দর্শকরাও উচ্ছ্বসিত।
আরও পড়ুন ….জুহি চাওলার থেকেও বেশি সুন্দরী তার কন্যা! দেখুন তারকা কন্যার চোখ ধাঁধানো ছবি
আরও পড়ুন ….টলিউড থেকে সাউথে পাড়ি, নতুন ভাষা রপ্ত করতে ব্যাস্ত মধুমিতা
আর অনেকেই মনে করছেন অলিভিয়ার কেরিরের সবচেয়ে বড় প্রবেশ দ্বার। কিন্তু কে এই অলিভিয়া মরিশ? ইনি হলেন একজন ব্রিটিশ তারকা। অলিভিয়া রয়্যাল ওয়েলস কলেজ অফ মিউজিক এন্ড ড্রামা থেকে শিক্ষা অর্জন করেন। পেশায় অলিভিয়া মরিশ একজন অভিনেত্রী ও মডেল। আরআরআর সিনেমা হল অলিভিয়া-র প্রথম ছবি। তিনি তার কেরিয়ারের সূচনা করেন (2017) ম্যাকবেথ উপন্যাস থেকে। তিনি বিখ্যাত শ্রুতি নাটক ডক্টর হু: দ্যা সেভেন্থ ডক্টরেও অভিনয় করেছেন। তার প্রথম মিউজিক ভিডিও হল লন্ডন ব্লুজ ( London blues 2018 )।
আরও পড়ুন ….ঘরের মেয়ে রুকমা স্টার জলসা ছেড়ে জি বাংলার পর্দায়! ফের মাম্পির সাথে জুটি বাঁধবে ‘রাজা’ ওরফে রাহুল
আগামী দিন গুলোতেও অলিভিয়া তার কাজের মাধ্যমে দর্শকদের মন জয় করতে চান। ভারতীয় সিনেমা আরআরআর এর পর অলিভিয়া একটি টিভি শো হোটেল পোর্তোফিনো তে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন। এই শোতে তার চরিত্রের নাম হল মেয়েস স্মিথ। খুব সম্ভবত আগামী জানুয়ারি মাস থেকে এর সম্প্রচার শুরু করা হবে। অলিভিয়া জন লেঞ্চের বিপরীতে ম্যাক্স সিরিজ হেড-এ অভিনয় করতে চলেছেন। এখানে তার চরিত্রের নাম হবে রাচেল রুশো।
প্রসঙ্গত, বর্তমানে ভারতীয় চলচ্চিত্র জগতে কয়েকজন নামকরা পরিচালকদের মধ্যে একজন হল এস এস রাজামৌলি। তার পরিচালিত বাহুবলী সিরিজ গোটা বিশ্বে সিনেমা প্রেমিদের মনে আলোড়ন সৃষ্টি করেছে। এর পর তার পরবর্তী সিনেমা R R R ফের একবার সেই ইতিহাস তৈরির পথে পা বাড়িয়েছে। এই সিনেমাতে অভিনেতা রামচরন, রামা রাও এনটিআর জুনিয়র, বলিউড খ্যাত অজয় দেবগন ও আলিয়া ভাট কে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও পরিচালক এস এস রাজামৌলি ব্রিটিশ তারকা অভিনেত্রী অলিভিয়া মরিশকেও এই সিনেমার অংশ হিসেবে উপস্থিত রেখে রীতি মতো মন জয় করেছে সিনেমা প্রেমিদের।