Alia bhatt : ‘বলিউড সবচেয়ে নিষ্ঠুর ফিল্ম ইন্ডাস্ট্রি’ – গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি মুক্তির মুখেই ক্ষোভ উগড়ে দিলেন আলিয়া

অহেলিকা দও, কলকাতা : ২৮ বছর বয়সী আলিয়া ( alia bhatt) এখন বলিউড কাপাচ্ছে। মাঝ বয়সী তারকাদের মধ্যে আলিয়া ভট্ট ( alia bhatt) একজন। তাঁর সাবলীল অভিনয় নিয়ে সকলের কাছে প্রশংসিত তিনি। শাহরুখ খান ( shahrukh khan) থেকে শুরু করে সঞ্জয় দত্ত ( sanjay dutt) বিভিন্ন শীর্ষস্থানীয় তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। সাম্প্রতি “গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি” ( Gangubai Kathiawari) নতুন ছবিতে প্রথমবার অজয় দেবগনের ( ajay devgan) সাথে কাজ করেছেন আলিয়া।
Alia bhatt : আলিয়ার বক্তব্য
শাহরুখ খান থেকে শুরু করে অজয় দেবগন কিভাবে এত বছর বলিউডে টিকে রয়েছেন সেই নিয়েও মন্তব্য করেছেন আলিয়া ভট্ট ( Alia bhatt)। এমনকি বলিউডকে সবচেয়ে “নিষ্ঠুর ইন্ডাস্ট্রি” বলেছেন তিনি। সূত্রানুসারে জানা গেছে তিনি বলেছেন, “পরিশ্রম, ধারাবাহিকতা ও দর্শকদের সঙ্গে সংযোগ, এগুলোই তাদের পক্ষে কাজ করেছে। এছাড়াও আরও অনেক কারণ আছে। প্রধান বিষয় হলো, আপনাকে কাজের মধ্যেই জীবন-যৌবন সবকিছু দিতে হবে। কেবল তবেই আপনি টিকতে পারবেন। বলিউড সবচেয়ে নিষ্ঠুর ফিল্ম ইন্ডাস্ট্রি। নিজের শতভাগ না দিলে বলিউডে কেউ এক বছরের বেশি টিকবে না।” এছাড়াও তিনি বলেন, “অজয় হোক বা শাহরুখ, সেটে কেউ সুপারস্টারের দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন না। তারা সাধারণ অভিনেতার মতোই সেটে আসেন, কাজ করেন এবং বাড়ি ফিরে যান। তাই যত বড় তারকাই হোক না কেন তাদের কোনো বিশ্রাম নেই। যত বড় তারকা, তত কঠিন তাদের কাজ।”
Alia bhatt : “গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি”
অজয়ের সাথে কাজ করা নিয়ে আলিয়া ( Alia bhatt) মন্তব্য বলেন, “তিনি আমাকে জুনিয়র হিসেবে দেখেন না। আমার সঙ্গে স্বাভাবিক আচরণ করেন। আমাকে প্রশ্ন করেন, আমার কথা শোনেন।” এই ছবিতে তেমনভাবে অজয় দেবগনকে দেখা যাবে না বলেও জানান আলিয়া। “গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি” ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন আলিয়া।
আরও পড়ুন…..Badhaai Do : পশুপাখি নয়, কেবলমাত্র মানুষই সমলিঙ্গের প্রেমে পড়ে’- সমকামিতাকে চিত্রায়ন নাকি ভন্ডামি
আরও পড়ুন…..Sandhya Mukhopadhyay : সঙ্গীত জগতে বিষণ্ণতা, লতার পরে এবার সন্ধ্যা
Alia bhatt : সঞ্জয় লীলা বনশালি
সঞ্জয় লীলা বনশালির ( Sanjay Leela Bhansali) পরিচালনায় আলিয়া ভট্টের ( Alia bhatt) প্রথম সিনেমা এটি। তবে অজয় দেবগন আগেও কাজ করেছেন ১৯৯৯ সালের ছবি ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমাটিতে। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন। এই সিনেমাটি মূলত গাঙ্গুবাই হরজীবনদাসের সত্য গল্পের উপর ভিত্তি করে তৈরি। যিনি গাঙ্গুবাই কোথেওয়ালি নামে পরিচিত। যার জীবন এস. হুসেন জাইদির লেখা মাফিয়া কুইন্স অফ মুম্বাই বইতে নথিভুক্ত করা হয়েছে। ফিল্মটি কাথিয়াওয়াড়ের একটি সাধারণ মেয়ের উত্থান নিয়েই তৈরি করা হয়েছে। সিনেমাটি মুক্তির অপেক্ষায় শুধু আলিয়া নয় অপেক্ষায় তাঁর ভক্তরাও।