এ কেমন বায়না? পাসপোর্টে বিশ্বসুন্দরীকে দেখে তার ভোটার আধার কার্ড চেয়ে বসলেন নেটিজেনরা!

সকলের প্রকাশ্যে এল ঐশ্বর্য রাই বচ্চনের পাসপোর্টের ছবি।এবং যথারীতি প্রকাশ্যে আসতেই তা রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে। সেই পাসপোর্ট ছিল ২০০৬ সালের। এই পাসপোর্ট এক কথায় নেটিজেনদের নজর কাড়ে। মিষ্টি দেখতে পাসপোর্ট সেলেবের ছবি দেখে রীতিমত মুগ্ধ সকলেই।
উল্লেখ্য সকলের ক্ষেত্রেই কিন্তু সাধারণত আইকার্ডের ক্ষেত্রে ছবি খুব একটা মনের মতো হয় না। সেলিব্রিটিই হোক বা সাধারণ কেউ। ভোটার কার্ড বা আধার কার্ডের ছবি দেখে সকলেরই এক কথায় মন খারাপ হয়ে যায়। কারণ সেই ছবি এতটাই অদ্ভুত আসে। তাই সে ছবি যত না দেখানো যায় ততই মঙ্গল। তাই নেটদুনিয়ার একাংশের এবার প্রশ্ন তাহলে ঐশ্বর্য রাই বচ্চনকে যে ভোটার কার্ড বা আধার কার্ডের ছবি দেখানো হোক সবাইকে।
সম্প্রতি ঐশ্বর্য রাই বচ্চনের পাসপোস্টের ছবি সামনে সকল ভক্ত মহলের সামনে আনা হয়েছে।যেখানে ক্যাপশনে লেখা, ইনি একমাত্র ব্যক্তি যাঁর পাসপোর্টের ছবি এত সুন্দর। কিন্তু ভোটার আবার আধার কার্ডের ক্ষেত্রেও এই মন্তব্য প্রযোজ্য কি না, তা এখন জানতে চাইছে এখন ভক্তমহলের একাংশ।