এ যেন নেপোটিজমের আঁতুরঘর! করণ জোহরের হাত ধরেই বলিউডের এই ছবিতে ডেবিউ করছেন সাইফ-পুত্র

বলিউডের কথা উঠলেই নেপোটিজম-এর প্রসঙ্গ আসবে না তা হয় না। বলাই বাহুল্য বলিউড আর নেপোটিজম একই সুতোয় বাঁধা থাকে সব সময়।অর্থাৎ এক্ষেত্রে মানে দাঁড়ায় যারা বলিউডে এখন কাজ করছেন বা করেছেন তাদের পরবর্তী জেনারেশন বলিউডে নিজের ক্যারিয়ার তৈরি করবে ।এবং নিজের জীবনধারা অতিবাহিত করবে তাই নতুন করে বলার জায়গা রাখেনা এ বিষয়ে।

img 20220604 013128

উল্লেখ্য সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর নেপটিজমের অর্থ বেশ ভালোভাবেই সকলের আওতায় চলে এসছে। নেপোটিজম এর কথা তুলতেই প্রথমে যে ব্যক্তিকে সবাই আঙ্গুল তুলে দোষী সাব্যস্ত করেছিল তিনি হলেন করণ জোহর । তার একাধিক ইন্টারভিউতে তিনি বলেছেন যে স্টার কিড ও স্টারদের ছাড়া তিনি বলিউডে কোন নতুন অভিনেতা-অভিনেত্রীকে কাস্ট করবেন না নিজের ছবিতে। এরূপ মন্তব্যের জেরে তিনি একাধিকবার নেটিজেন সহ দর্শকদের ক্ষোভের শিকার হয়েছেন।

পাশাপাশি সর্বদাই বলিউডের ভক্তরা মুখিয়ে থাকে এটা দেখার জন্য যে করণ এবার কাকে লঞ্চ করছেন নিজের ছবিতে। কোন স্টারকিড এবার বলিউডে পা রাখছে করণের হাত ধরে। তাদের জন্য সুখবর কারণ বিশেষ ঘনিষ্ঠ সূত্রে শোনা যাচ্ছে এবার করণ ‘আঙ্কেল’ এর হাত ধরে বলিউডে নিজের সফর শুরু করতে চলেছেন নবাবের পুত্র৷ শোনা যাচ্ছে, সারা আলি খানের পর তার ভাই ইব্রাহিম আলি খানও খুব শিগগিরই পা রাখছেন অভিনয়ের জগতে।

বিশেষ ভাবে উল্লেখ্য দক্ষিণী সুপারস্টার মোহনলালের পুত্র প্রণব মোহনলাল ছবিতেই প্রথম কেরিয়ার শুরু করেছিলেন সারা আলি খান। আর বলা হচ্ছে এই ছবির হিন্দি রিমেক দিয়ে কেরিয়ার শুরু করতে চলেছেন ইব্রাহিম খান। করণ জোহার এবং স্টার স্টুডিও প্রযোজিত এই ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন সইফ পুত্র ইব্রাহিম খান। এবার সরাসরি ছবির শুটিংয়ের চিত্র দেখার জন্য উৎসুক জনগন সহ বলিউড ভক্তকূল।

 

 




Leave a Reply

Back to top button