লাখো মহিলার মন ভেঙে সাত পাকে এই টেলিপাড়ার হার্টথ্রব! রইল ছবি

কেকের মৃত্যুর খবরে এই মুহূর্তে শোকস্তব্ধ সারা দেশ। তাঁর ভক্তকূল সহ বড় গায়ক গায়িকাদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া। মন খারাপ সকলেরই। কেকে যে মারা গিয়েছেন তা মানতে নারাজ রয়েছেন এখনও অনেকেই। সমস্ত দুঃখের মাঝে যদিও একটা সুখবর দিলেন টেলিভিশনের হার্টথ্রব নায়ক করণ ভি গ্রোভার সিঙ্গল। দীর্ঘদিনের বান্ধবী পপ্পি যব্বলকে কে বিয়ে করলেন এই পঞ্জাবি মুন্ডা ভি গ্রোভার সিঙ্গল। তাঁর ইনস্টাগ্রাম পোস্টে তিনি সেই ছবি পোস্ট করেছেন সদ্যই। সেই দেখে তার মহিলা ভক্তকুলের মন ভেঙে গিয়েছে প্রায়ই। যদিও বিয়ে নিয়ে এর আগে কোনরকম কোনো কথা বলেননি ‘উড়াড়িয়াঁ’ এর এই তারকা।
উল্লেখ্য বিয়েটা কাউকে না জানিয়ে করলেও তাঁদের নিজেদের টেলিপাড়ার বন্ধুদের জন্য গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করবেন করম-পপ্পি দুজনেই। জানা যাচ্ছে এমনটাই ঘনিষ্ঠ মহল থেকে । হিন্দি টেলিভিশন দুনিয়ায় প্রায় ২ দশক দীর্ঘ কেরিয়ার ভি গ্রোভার ওরফে করণের। জি টিভির ‘ইঁয়া মেয় ঘর ঘর খেলি’ ধারাবাহিকের সুবাদে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন করণ। বর্তমানে কালার্সের ‘উড়ারিয়াঁ’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। অভিনেতার স্ত্রী পপ্পিও পেশায় অভিনেত্রী। দুজনের জুটি বেশ পছন্দই করেছেন নেটিজেনরা।
পাশাপাশি জেনে নিন বিয়ের দিন কেমন সেজেছিলেন তাঁরা। করণ পরিধান করেছিলেন হালকা গোলাপি রঙা শেরওয়ানি সাথে মাথায় গাঢ় গোলাপি পাগড়ি। করণ-পত্নী পপ্পি সেজেছিলেন একদম একই রঙা লেহেঙ্গা চোলিতে। বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে করণ লেখেন, ‘মে ডে! মে ডে!! অবশেষে আমরা বিয়েটা করেই ফেললাম’।
উল্লেখ্য গত ৩১শে মে সাত পাক ঘুরেছেন এই দুই তারকা। বিশেষ সূত্রে জানা গিয়েছে হিমাচল প্রদেশে একদম ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তাঁরা। বিয়েতে উপস্থিত ছিলেন করণের কাছের বান্ধবী শামা সিকন্দর। বিয়ের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে এভাবেই বান্ধবী শামা।