Lata Mangeshkar : লতা মঙ্গেশকর বায়োপিক! কিন্তু শেষে…

অহেলিকা দও, কলকাতা : রবিবার আমাদের ছেড়ে চলে গিয়েছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর ( Lata Mangeshkar)। তিনি ছিলেন ভারতের একজন স্বনামধন্য গায়িকা ( Reputable singer)। তিনি দশ হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন। এছাড়া ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে ও বিদেশি ভাষায় গান গাওয়ার একমাত্র রেকর্ড ( record) করেছেন তিনি। গায়িকা করোনা ভাইরাসে ( corona virus) আক্রান্ত হওয়ার পর নিউমোনিয়ায় ( pneumonia) আক্রান্ত হন। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ( hospital) ভর্তি ছিলেন তিনি। তাঁর অবস্থার উন্নতির খবরও শোনা যাচ্ছিলো তবে শনিবার তাকে নিয়ে যাওয়া হয়েছিল ভ্যান্টিলেশনে ( ventilation)।

তবে অবশেষে জীবনের সাথে লড়াইয়ের বাজি হেরে গেলেন তিনি। সেইদিন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল ( Breach Candy Hospital in Mumbai) থেকে জানানো হয়েছিল এই দুঃখিত সংবাদ ( sad news)। মুম্বইয়ের ( Mumbai) শিবাজি পার্কে ( Shivaji Park) লতা মঙ্গেশকরকে পূর্ণ রাষ্ট্রীয় সম্মান ( State honors) দিয়ে শেষ বিদায় জানানো হয়। তাকে নিয়ে বায়োপিক ( biopic) তৈরির করারও চেষ্টা করা হয়েছিল। কিন্তু জানেন কি তিনি ( Lata Mangeshkar) কেনো তা প্রত্যাখ্যান করেছিলেন?

Lata Mangeshkar – বায়োপিক

বলিউডে বায়োপিক তৈরি এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে কাপিল দেবের ” 83″ সিনেমাটি সিনেমার পর্দায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়াও বহু খ্যাতনামা ব্যক্তিত্ব বা ক্রীড়ার সঙ্গে যুক্ত কোনও ব্যক্তিকে নিয়ে বলিউডে প্রায়ই বায়োপিক তৈরি হচ্ছে। বলিউডে অনেক পরিচালক চেয়েছিলেন লতা মঙ্গেশকরকে ( Lata Mangeshkar) নিয়ে বায়োপিক তৈরি করতে।

lata Mangeshkar

Lata Mangeshkar – বায়োপিকের অনুমতি

বছরের পর বছর অনেক পরিচালক, প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতারা লতা মঙ্গেশকরের ( Lata Mangeshkar) কাছে গিয়ে তাঁর গায়িকা হওয়ার শুরু থেকে কিংবদন্তি হয়ে ওঠার সফর দর্শকদের সামনে তুলে ধরার অনুমতি চেয়েছিলেন। শুধুমাত্র সিনেমাই নয়, ওটিটি প্ল্যাটফর্মগুলিও লতা মঙ্গেশকরের জীবনী নিয়ে সিরিজ তৈরি করার জন্য একাধিকবার গায়িকার পরিবারের কাছ থেকে অনুমতি চেয়েছে।

আরও পড়ুন – Bollywood News : একটা দুটো নয় তিন তিনটে বিয়ে! এই ৫ বলি তারকাদের রয়েছে একাধিক বিয়েhttps://thebengalichronicle.com/bollywood-news-about-twice-marriage-celebrities/

আরও পড়ুন – Monumental Tree Italy : ৭৫০ বছরের অভিভাবক! একটা দুটো নয়, তিনটে সমুদ্রতটের অভিভাবক হিসাবে দাঁড়িয়ে রয়েছে এই গাছhttps://thebengalichronicle.com/monumental-tree-italy/

Lata Mangeshkar – বায়োপিক প্রত্যাখান

লতা মঙ্গেশকরের ( Lata Mangeshkar) কাছে পরিচালক, প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতারা গিয়ে তাঁর বায়োপিক তৈরির কথা বলা হলে তিনি সবসময় তা প্রত্যাখান করতেন। কারণ তিনি কখনই চাইতেন না যে তাঁর ব্যক্তিগত  উপাখ্যান সকলের সামনে চলে আসুক। গত বছর তিনি একেবারেই নিজেকে ঘরবন্দী করে নিয়েছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে তাঁর শেষ রক্ষা হলোনা।




Leave a Reply

Back to top button