মনে পড়ে ‛রাম তেরি গঙ্গা’র সেই নায়িকাকে? দুই দশক পর নতুন অবতারে পর্দায় ফিরছেন অভিনেত্রী

মন্দাকিনী ছিলেন নব্বইয়ের দশকের সকল পুরুষদের স্বপ্নের রাজকুমারী। রাজ কাপুরের ছবি রাম তেরি গঙ্গা তে তাঁকে দেখার দৃশ্য কেউ ভোলেননি আজ অবধি। তখন জলপ্রপাতের নীচে সাদা শাড়িতে ভিজে মন্দাকিনীর মুখ আজও ভক্তদের হৃদয়ে এখনও গেঁথে আছে। তাঁকে শেষ দেখা গিয়েছিল ১৯৯৬ সালে জর্দার ছবিতে। কিন্তু সকলের মন জিতে নেওয়া এই মন্দাকিনি এখন কোথায়? এখন কেমন দেখতে তাঁকে? আপনিও যদি এমন প্রশ্ন ভাবছেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর।

img 20220623 184231

উল্লেখ্য প্রায় ২ দশক পর, মন্দাকিনী আবারও বলিউডে পা রাখতে চলেছেন। কিন্তু এবার তিনি তার ছেলে রবিল ঠাকুরের সাথে বিনোদন জগতে পা রাখবেন বলে কানাঘুষো শোনা যাচ্ছে। এটাও জানা যাচ্ছে অভিনেত্রী মন্দাকিনী আবারও তার মনোমুগ্ধকর স্টাইল দিয়ে মানুষকে পাগল করতে প্রস্তুত।

কোথায় দেখা মিলবে তার? আসছে একটি নতুন মিউজিক ভিডিও। তিনিই সঞ্চালিকা। মন্দাকিনী তার মিউজিক ভিডিও ‘মা ও মা’ গান দিয়ে বিনোদন জগতে ফিরে আসছেন আবারও। গানটির প্রথম পোস্টারও প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। এই সুখবর পেয়ে উচ্ছসিত ভক্তকূল । তাদের স্বপ্নের নায়িকাকে তারা আবার দেখতে পাবে বড় পর্দায়। পোস্টারটি এখনো না দেখে থাকলে দেরি না করে দেখে নিন এক ঝলক। পোস্টারটি মন্দাকিনী নিজে তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন বৃহস্পতিবার।

 




Leave a Reply

Back to top button