প্রতারণার শিকার রিমি সেন, কোটি টাকা হারিয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ বলি অভিনেত্রী

প্রত্যুষা সরকার, কলকাতা: বলিউড ( Bollywood ) থেকে টলিউড সব জায়গাতেই শোনা যায় প্রতারণার কথা। কখনও প্রতারক হিসাবে আবার কখনও প্রতারণার শিকার হয়ে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীকে দেখা যায় খবরের শিরোনামে। শুধু ইন্ডাস্ট্রি না, ডিজিটাল এই যুগে একাধিক মানুষ শিকর হন বিভিন্ন প্রতারণার ( cheated )। কথার জালে ফাসিয়ে চোখের নিমেষে বোকা বানিয়ে ফেলে মানুষকে। এবার আর্থিক প্রতারণার শিকার হয়ে পুলিশের ( Mumbai Police ) দ্বারস্থ হলেন অভিনেত্রী রিমি সেন ( Rimi sen )। প্রায় ৪.১৪ কোটি টাকার প্রতারিত হয়েছেন তিনি।
এক সময় বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে থাকা রিমি সেন ( Rimi sen ) অভিনয় করেছেন একাধিক সিনেমায়৷ রিমি সেন হাঙ্গামা , গোলমাল , ফির হেরা ফেরি , এবং বাগবানের মতো অনেক বলিউড চলচ্চিত্রের অংশ ছিলেন । তিনি টিভি রিয়েলিটি শো বিগ বস-এরও অংশ ছিলেন। যদিও এখন আর তাকে পর্দায আর দেখা না গেলেও প্রযোজনার কাজে যুক্ত হয়েছেন তিনি। ২০১৬ সালে প্রযোজক হিসেবে ডেবিউ করেন।
গত বুধবার ৪.১৪ কোটি টাকা প্রতারণা করার জন্য মুম্বাই পুলিশের কাছে একজন ব্যবসায়ীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে তিনি ( Rimi sen )। মামলাটি মুম্বাইয়ের খার থানায় নথিভুক্ত করা হয়েছে। মিসেস সেনের অভিযোগ অনুযায়ি, রৌনক যতীন ব্যাস নামক ওই ব্যবসায়ী বিনিয়োগের নামে তার সাথে প্রতারণা করেছেন।
অভিনেত্রী রিমি পুলিশকে বলেছিলেন যে, তিন বছর আগে আন্ধেরির একটি জিমে ব্যাসের সাথে দেখা হয় তাঁর এবং সেখান থেকেই তাঁরা বন্ধু হয়েছিলেন। আলাপ হওয়ার সময় ব্যাস নিজেকে একজন ব্যবসায়ী বলে দাবি করেছিলেন। ভাল আয়ের অজুহাতে মিসেস সেনকে ( Rimi sen ) তার নতুন উদ্যোগে বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছিলেন। এরপর, একটি নতুন ব্যবসা শুরু করবেন বলে তিনি প্রায় ৪.১৪ কোটি টাকার বিনিয়োগ করেছিলেন। পরিবর্তে রিটার্নেক আশ্বাসও দিয়েছিলেন ওই ব্যবসায়ী। বলেছিলেন, ৩০ থেকে ৪০ শতাংশ রিটার্ন পাবেন অভিনেত্রী।
আরও পড়ুন – স্বর্গের সৌন্দর্য যেন হার মানে এসব স্থানের কাছে, দেখে নিন পৃথিবীর পাঁচটি অদ্ভুদ সুন্দর স্থান
বিনিয়োগের পরে, অভিনেত্রী বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন এবং ব্যাস কোনও নতুন সংস্থা শুরু করেননি। দীর্ঘদিন অপেক্ষার পরও কোনও টাকা পাননি তিনি। লভ্যাংশ তো দূরের কথা, আসল টাকাও পাননি রিমি। এরপরই মুম্বই পুলিশকে সব ঘটনা জানিয়ে রৌনক যতীন ব্যাস নামক ওই ব্যবসায়ীর নামে এফআইআর করেন রিমি ( Rimi sen )। সেখানেই ৪২০ ও ৪০৯ ধারায় মামলাও করেন। এর পরই ঘটনার তদন্ত শুরু করেছেন মুম্বাই পুলিশ। কিন্তু, এখনও পর্যন্ত ওই ব্যবসায়ীকে গ্রেফচার করা হয়নি বলেই জানাগেছে। এখন দেখার রিমি সেনের ৪.১৪ কোটি টাকা শেষ পর্যন্ত উদ্ধার হয় কি না।
আরও পড়ুন – প্রাণের ভয় থাকলে মোটেই যাবেন না! রইল পৃথিবীর এমন ৫টি নিষিদ্ধ স্থানের রহস্য