অপেক্ষা শেষ, কিং ইজ ব্যাক! পাঠানের ফার্স্ট লুকে মারকাটারি শাহরুখ, মুক্তি কবে জানেন?

কিং-য়ের ম্যাজিক এখনও শেষ হয়ে যায় নি। টানা ত্রিশ বছর ইন্ড্রাস্ট্রিতে রাজ করার পরও অপ্রতিরোধ্য বলিউড বাদশা।মাঝের কিছুটা সময়ের বিরতি কাটিয়ে, বলিউডে আবার নতুন উদ্যমে ফিরছেন কিং খান। তাই ৩০ বছরের পূর্তি উপলক্ষে বেশ বড়ো সড়ো সারপ্রাইজ দিলেন শাহরুখ তার দর্শককে। সামনে আনলেন ‘পাঠান’ সিনেমার একঝলক। তারপরই ব্যাপক উন্মাদনা ছড়িয়ে পড়ছে সিনে-প্রেমী মহলে। সকলের মুখে একটাই কথা ‘দ্য কিং ইজ ব্যাক’।সবথেকে বেশি নজর কেড়েছে কিং খানের নিউ লুক। সাদা শার্ট, জিন্সের প্যান্ট, লম্বা চুল আর হাতে রয়েছে মেশিন গান, চোখে মুখ থেকে ঝড়ছে রক্ত তবু চোখের আগুন যেন সংক্রমিত হচ্ছে অনুরাগীদের মনেও। তাই ইতিমধ্যেই সোসাল মিডিয়ায় হই-চই পড়ে গেছে ।
বলিউডের ড্রিম বয় থেকে অ্যাকশন হিরো।প্রেমিক শাহরুখ নাকি অ্যাক্টর শাহরুখ কাকে এগিয়ে রাখবেন দর্শকেরা? এ প্রশ্নের উত্তর অমিল।আজও ৩০ বছর আগের সিনেমাতগুলিও সমান জনপ্রিয় সকলের কাছে। তবু বয়সের সাথে তাল মিলিয়েই কিং খান বদলে ফেলেছেন নিজেকে। সে জন্যই একইরকম উন্মাদনা আজও শাহরুখকে ঘিরে দর্শকদের মনে। ৩০ বছরের শুরুর পথটা মসৃণ ছিল না শাহরুখের জন্য, অজস্র চড়াই উতরাই পেরিয়ে পৌঁছে গিয়েছেন অনুরাগীদের অন্দরমহলে। ৩০ বছর উদযাপনে আবেগ প্রবণ শাহরুখ ধন্যবাদ জানিয়ে দর্শকদের উদ্দেশ্যে লিখলেন, “৩০ বছরটা সংখ্যায় গননা করতে চাই না। আপনাদের ভালবাসা এবং সাপোর্ট আমার শক্তি। এইভাবেই যেন আপনাদের মুখে হাসি ফোটাতে পারি।”
View this post on Instagram
আগামী বছর ২৫ শে জানুয়ারি ‘পাঠান’ মুক্তি পাবে। হিন্দি ছবির পাশাপাশি তামিল তেলেগু ভাষাতেও মুক্তি পেতে চলেছে এই সিনেমা। পাঠান নিয়ে শাহরুখ নিজেও উৎসাহী। টিজার পোস্ট করে তিনি বলেছেন, খুব শিগগিরি দেখা হচ্ছে। পাঠানের সঙ্গে পরিচয় হতে আর বেশি দেরি নেই। বিগত ৪ বছর পর আবার বড়ো পর্দায় ফিরছেন শাহরুখ। শেষ ২০১৮ ‘জিরো’ সিনেমায় ততটা দাগ কাটতে পারেননি তিনি। তবে এই টিজার পেয়ে দর্শকরা যেন আগের শাহরুখকে ফিরে পেয়েছেন। আগামী ২০২৩ কিং সেলিব্রেশন বছর হতে চলেছে। মুক্তি পাবে পাঠান, জওয়ান, ডুনকির মতো ব্যাক টু ব্যাক বিগ বাজেট ছবি। এর মূলে রয়েছে যশ রাজ ফিল্মসের পঞ্চাশ বছর পূর্তি।