Tejasswi prakash: লাখ টাকার ‘নাগিন’, মেগাসিরিয়ালে পারিশ্রমিক নিয়ে শোরগোল বলি পাড়ায়

প্রত্যুষা সরকার, কলকাতা: হিন্দি টেলিভিশন এর একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নাগিন। ২০১৫ সালে সম্প্রচারিত হয় নাগীন এর প্রথম সিরিজ। একের পর এক সিরিজে অভিনয় করেছেন হিন্দি টেলিভিশন এর বিভিন্ন অভিনেত্রী। তবে এবারের সিজনে মূল চরিত্রে অভিনয় করবেন ‘ বিগ বস-১৫ ‘ এর উইনার তেজস্বী প্রকাশ ( Tejasswi Prakash )। আসুন জেনেনিন নাগিনের ( Nagin ) ডিজে অভিনয় করে কত টাকা ইনকাম করতে চলেছেন তেজস্বী প্রকাশ।
Tejasswi Prakash : একতা কাপুর এর প্রতিশ্রুতি
প্রথম সিরিজের পর থেকেই জনপ্রিয় হয়ে যায় এই ধারাবাহিকটি। পর পর সম্প্রসারিত হয় থাকে পাঁচটি সিরিজ। এবার সম্প্রসারিত হচ্ছে নাগিন ধারাবাহিকের সিজন-৬। আগের সিজিন গুলোর মত এটিও হতে চলেছে খুবই জনপ্রিয়। তবে আগের সিজিন গুলি থেকে একটু আলাদা হতে চলেছে সিজন- ৬। গতবছর ‘ বিগ বস-১৫ ‘ এর মঞ্চে একতা কপুর প্রতিশ্রুতি দেন আবারও ফিরছে ‘ নাগিন ‘। সেই মতই ‘ বিগ বস-১৫ ‘- এর গ্র্যান্ড ফিনালের রাতেই তেজস্বী প্রকাশকে ( Tejasswi Prakash ) নতুন ‘ নাগিন ‘ ঘোষণা করেছেনঘ তিনি।
Tejasswi Prakash: কে কে অভিনয় করছেন
সিরিজে তেজস্বী ( Tejasswi Prakash ) ছাড়াও অভিনয় করছেন, সিম্বা নাগপাল ( Simba Nagpal ), আদা খান ( adaa Khan ), মেহেক চাহাল ( Mahek chahal ), উর্বশী ঢোলাকিয়া ( Urvashi Dholakia ) , আম্রপালি গুপ্ত ( Amrapali Gupta ), রবি গুপ্ত ( Ravi Gupta ), সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় ( Sudipta Banerjee )। ১২ ফেব্রুয়ারি থেকে কালার্স এর পর্দায় শুরু হয়ে গেছে এই ধারাবাহিক। শুরু থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে ‘ নাগিন ‘ রুপি তেজস্বী। এর আগে ধারাবাহিকটির টিজার লঞ্চেও সর্বশ্রেষ্ঠ রেকর্ড করেছে।
আরও পড়ুন….Youtube-এ উষ্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার, বিতর্কের মাঝেই জামিনে মুক্ত ‘Hindustani Bhau’
Tejasswi Prakash: পারিশ্রমিক
প্রতিটি ধারাবাহিকের মত ‘ নাগিন ‘-এর আগে সিরিজ গুলি থেকে এবারে ‘ নাগিন ৬ ‘- এর পারিশ্রমিক সকলকে চমকে দেওয়ার মতো। প্রতি এপিসোড পিছু তেজস্বী ( Tejasswi Prakash ) পাচ্ছেন ২ লক্ষ টাকা। সিম্বা আর মেহেক পাচ্ছেন ১ লক্ষ টাকা করে। ঊর্বশী পাচ্ছেন ৭৫ হাজার টাকা,আদা পাচ্ছে ৭০ হাজার টাকা, আম্রপালি পাচ্ছেন ৫০ হাজার টাকা। প্রতি শনি ও রবিবার রাত আটটায় কালার্স এর পর্দায় সম্প্রচারিত হচ্ছে ‘ নাগিন-৬ ‘। ধারণা করা যাচ্ছে অন্যান্য সিরিজ গুলি থেকে এই সিরিজটি আরো জনপ্রিয় হতে চলেছে।