বাবা চেয়েছিলেন মেয়ে IAS হোক, অভিনয়ের মাটিতে পা দিতেই কথা বন্ধ বাবা-মেয়ের জানেন কোন অভিনেত্রী?
কেন সুস্মিতার সঙ্গে কেন সম্পর্ক তিক্ত হয় তাঁর বাবার! জানুন আসল সত্য

বাবা চেয়েছিলেন মেয়ে হাঁটুক বাবার পথেই, কিন্তু মেয়ের স্বপ্ন ছিল একেবারেই ভিন্ন। বাবার ইচ্ছা মতো চাকরির প্রস্তুতি নিলেও মিস ইন্ডিয়া( Miss India) প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সুস্মিতা(Susmita) । সেই সিদ্ধান্ত সুবীর বাবুকে জানালে জানালে তিনি মেয়ের সঙ্গে কথা বলাই বন্ধ করে দেন।
সুস্মিতা সেনের (Susmita sen) জীবনে তাঁর বাবার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, তা বারবারই বলেছেন অভিনেত্রী। অথচ সেই মানুষটিই দীর্ঘ দিন তাঁর সঙ্গে কথা বলেননি। অবশ্য মিস ইন্ডিয়ার শিরোপা জেতার পর বিশ্বের মঞ্চে দেশের প্রতিনিধিত্বের সুযোগ আসে সুস্মিতার কাছে। মিস ইউনিভার্স (Miss universe) প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মেয়ের সেই সাফল্যে গর্বিত বোধ করেন সুস্মিতার বাবা। তবে সেই প্রতিযোগিতার জন্য বিকিনি পরতে হয়েছিল সুস্মিতাকে তবে বাবাকে তিনি কথা দিয়েছিলেন, সেই পোশাকে অশ্লীল নয়, বরং আরও রুচিশীল দেখাবে তাঁকে। মিস ইউনিভার্সের শিরোপা জিতে নিয়েছিলেন সুস্মিতা।
অ্যাক্টিং(Acting) ও মডেলিং(Modeling) ক্যারিয়ারে (career) জার্নির পথে তাঁকে ছাড়তে হয়েছিল পড়াশোনা, সুস্মিতা কলেজ যাননি। তাঁর ডিগ্রিও(Degree) নেই। অভিনেত্রীর বাবা তা নিয়ে ভাবিত ছিলেন যথেষ্ট। কিন্তু মেয়ের সাফল্যই নিশ্চিন্ত করে তাঁকে। বলিউডে পা রাখার পর একের পর এক হিট(Hit) ছবি উপহার দিয়েছে তাঁর ফ্যানদের। তবে মাঝে বিরতি দিয়েছিলেন কিছু বছর। ফের ক্যামব্যাক করেছেন তিনি।