২০০ কোটি পেরিয়েছে দ্য কাশ্মীর ফাইলস! অনুপম থেকে মিঠুন কার ভাগে কত? রইল তারকাদের পারিশ্রমিক

অহেলিকা দও, কলকাতা : বলিউডে দ্যা কাশ্মীর ফাইলস ( The Kashmir Files ) ছবিটির হাওয়া এখন সর্বত্রব্যাপী। বিবেক অগ্নিহোত্রীর ( Vivek Agnihotri ) পরিচালিত এই মুভিটি ১৯৯০ সালে ভূস্বর্গ কাশ্মীরে ( Kashmir ) সন্ত্রাসবাদীদের ( terrorists ) হাতে কাশ্মীরি পন্ডিতদের ( Kashmiri Pandit ) উপর যে অকথ্য অত্যাচার ( Unspeakable oppression ) চলেছিল এই সিনেমাটি ( Bollywood ) তার বাস্তব রূপ ( real form )। গোটা দেশ জুড়ে ব্যাবসা চালাচ্ছে সিনেমাটি ( The Kashmir Files )। একের পর এক রেকর্ড ( record ) ভেঙ্গেই চলেছে ছবিটি।

১১ মার্চ মুক্তি পাওয়া ছবিটি ( The Kashmir Files ) প্রথম দিনেই এই ছবি ৩.৫৫ কোটি টাকার ব্যবসা করে। তারপর শনিবার পর্যন্ত এই ছবি আয় করে ৮ কোটি টাকা। তারপর সপ্তাহের প্রথমে জানা যায় অর্থাৎ সোমবারের মধ্যে ১৫ কোটির ব্যবসা করেছে ছবিটি। প্রথম সপ্তাহে ১০০ কোটি আবার দ্বিতীয় সপ্তাহের মধ্যে ছবিটি ২০০ কোটি টাকার ব্যবসা করেছে। কাশ্মীরি পন্ডিতদের উপর অত্যাচারের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।

the kashmir files
the kashmir files

ছবিটিতে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেক চরিত্রতে অভিনয় করেছেন বলিউডে তাবড় তাবড় তারকারা। কাশ্মীরি পন্ডিতদের কষ্ট এবং যন্ত্রনার সাথে একাত্ম বোধ করতে পেরেছেন দর্শকরা। ২০০ কোটি টাকার এই ছবিতে কে কত টাকা উপার্জন করলেন? জেনে নিন অনুপম খের, মিঠুন চক্রবর্তী থেকে পল্লবী যোশীরা ছবির জন্য কত পারিশ্রমিক পেয়েছেন।

ছবিটি ( The Kashmir Files ) বলিউড কিংবা দক্ষিণের মতো বিগ বাজেটের সিনেমা ছিল না। ১৪ কোটি টাকা দিয়ে পুরো সিনেমাটি বানিয়েছেন পরিচালক। আজ সেই ছবি কোটি কোটি টাকার ব্যবসা করছে। বলিউড সূত্রে খবর, ছবিটির জন্য অনুপম খের ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।  ছবিতে পুষ্কর নাথ পন্ডিতের ভূমিকায় অনুপম খেরের অসাধারণ অভিনয় নেটিজেনদের কাছে প্রশংসিত।

আরও পড়ুন….নজরে নবাগতরা, আইপিএল অভিষেকেই ধামাকা খেল দেখাবে এই খিলাড়িরা

ছবিতে গুরুত্বপূর্ণ অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী। ছবির জন্য তাঁর লুকও কিছু পরিবর্তন হয়। ছবিতে আইএএস ব্রক্ষ্ম দও এর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। জানা যায়, ছবিটির জন্য মিঠুন চক্রবর্তী দেড় কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এছাড়া বাকি অভিনেতা সকলেই লাখের ঘরে পারিশ্রমিক পেয়েছেন। কেউই দাবি করেননি কোটি টাকার। জেনে নিন বাকি অভিনেতাদের পারিশ্রমিক কত ছিল।

আরও পড়ুন….ক্যামেরা দেখেই মুখ লুকলেন সুহানা, পাশে আবার যুবক! কে এই ম্যান?

ছবিতে ( The Kashmir Files ) বিবেক অগ্নিহোত্রীর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী পল্লবী যোশী রাধিকা মেনের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটির জন্য তিনি ৫০-৭০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন। লক্ষী দও এর ভূমিকায় অভিনয় করেছেন মৃনাল কুলকার্নি। ছবিটির জন্য তিনি পারিশ্রমিক পেয়েছেন ৫০ লক্ষ টাকা। ছবিতে কৃষ্ণা পন্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন দর্শন কুমার। ছবিটির জন্য তিনি ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন। ডিজিপি হরি নারায়ণের ভূমিকায় অভিনয় করেছেন পুনিত ইসার। ছবিটির জন্য তিনি ৫০ লক্ষ টাকা পেয়েছেন। পরিচালক বিবেক অগ্নিহোত্রী নিজে এই ছবিটির জন্য পারিশ্রমিক নিয়েছেন ১ কোটি টাকা।




Leave a Reply

Back to top button