২০বছরের তফাৎ! সাইফের প্রেমে পরে তৃতীয় স্ত্রী হবার প্রস্তাব দিয়েছেন এই বলি অভিনেত্রী

রিয়া পাল,কলকাতা:বলিউড দুনিয়ার প্রথম সারির অভিনেতাদের মধ্যে একটি বড়ো নাম হলো সেইফ আলি খান। একাধিক হিট ফিল্মে অভিনয় করার মাধ্যমে এই নবাব অভিনেতা(Nawab actor) লক্ষ্য লক্ষ্য ভারতবাসীর মন জয় করে নিয়েছে। শুধু মাত্র ভারতবর্ষে নয়, ভারতবর্ষের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতেও পরিচিত অর্জন করেছেন সেইফ আলি খান(Saif Ali Khan)। দেশে-বিদেশে জনপ্রিয়তার সাথে সাথে অর্থের কোনো অভাব নেই এই বলিউড অভিনেতার। তাই বেশ বিলাসবহুল ভাবেই জীবন কাটান নবাব অভিনেতা।
এই জনপ্রিয় অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলে নেট দুনিয়ায়। কারিনা কাপুরের সাথে তার বিয়ে থেকে শুরু করে তাদের মিষ্টি সম্পূর্ক প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে। বলিউড দম্পতিদের মিষ্টি সম্পূর্কের তালিকার প্রথম দিকেই থাকে সেইফ আলি খান ও কারিনা কাপুর(Kareena Kapoor)। তাদের বয়সের মধ্যে অনেক পার্থক্য থাকলেও তাদের সম্পূর্কে তা বিন্দুমাত্র নেই। একে অপরের সাথে বোঝাপরা তাদের অফস্ক্রিন কেমিস্ট্রিকে আরও মজবুত করে তুলেছে।
তবুও বয়সের বাধা না মেনে মেয়েদের মধ্যে বিশেষ জনপ্রিয় নবাব অভিনেতা সেইফ আলি খান। আপনি জানলে অবাক হবেন বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী সেইফ আলি খানকে তার ক্রাশ বলেন। আপনি কী জানেন সে কে? তিনি হলেন পরিনীতি চোপরা(Parineeti Chopra)। এই অভিনেত্রী সেইফ আলি খানের বডি ল্যাঙ্গুয়েজে মুগ্ধ। তিনি অনক্যামেরা বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন তিনি অভিনেতার মোহনীয় চেহারায় হৃদয় দিয়েছেন।
কিছুদিন আগে মিডিয়া তাকে তার ক্রাশ সম্পর্কে প্রশ্ন করলে তিনি সরাসরি বলেন সেইফ আলি খান তার ক্রাশ। শধু এতেই থেমে নেই অভিনেত্রী পরিনীতি চোপরা তিনি কপিল শর্মা শোতে গিয়ে খোলাখুলি বলেছেন তিনি সুযোগ পেলে নবাব অভিনেতাকে অপহরণও করতে পারেন। পরিনীতির এমন মনের ভাব সম্পূর্কে অন্ধকারে নেই সেইফ আলির বর্তমান স্ত্রী কারিনা কাপুর।
পরিনীতি চোপরার পরবর্তীকালে সেইফ আলি খান কপিল শর্মা শোতে গেলে তাকে সেই ভিডিও দেখালে তিনি অবাক হয়ে যান। প্রসঙ্গত উল্লেখ্য, সেইফ আলির সাথে প্রথম বিয়ে হয় অমৃতা তাদের দুটি সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। এর পর অমৃতার সাথে বিবাহ বিচ্ছেদের পর তিনি বিয়ে করেন করিনা কাপুরকে বর্তমানে তাদেরও দুই সন্তান তৈমুর ও জাহাঙ্গীর।