নেই স্বামী-সন্তান! এভারগ্রিন রেখার কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকার হবেন কে?

বলিউডের এভারগ্রিন নায়িকা হলেন রেখা (Bhanurekha Gemini Ganesan)। অনুগামীদের কাছে রেখা নামে তিনি খ্যাত হলেও আসল নাম তাঁর ভানুরেখা গানেশান  (Bhanurekha Gemini Ganesan)। চিরসবুজ যৌন আবেদনময়ী অভিনেত্রী হলেন রেখা  (Bhanurekha Gemini Ganesan)। একটি তেলেগু ছবির মাধ্যমে শিশুশিল্পী হিসেবে তার চলচ্চিত্র জীবন শুরু হয়। নিজের অবস্থান ও ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন ছিলেন এই অভিনেত্রী। ৬৭ বছর বয়সে এসেও যেন বর্তমান যুগের অভিনেত্রী দের তিনি টেক্কা দিতে পারেন। তার সৌন্দর্য গ্ল্যামার হট লুক দিয়ে পুরুষের হৃদয় জয় করেছেন। তার নামের মধ্যে দিয়ে যেন এক শিহরণ তৈরি হয়। 

তবে ১৯৯০ সালে ব্যবসায়ী মুকেশ আগারওয়াল-এর সাথে নাকি তাঁর বিয়ে হয়েছিল। কয়েকদিনের মধ্যেই সেই সম্পর্ক ইতি টানে। তবে দিন যত গড়াচ্ছে মানুষের কৌতূহলী প্রশ্ন সূর্যের মতো উদয় হচ্ছে। রেখার  (Bhanurekha Gemini Ganesan) অবর্তমানে তাঁর সম্পত্তির মালিক হবেন কে? 

রেখা  (Bhanurekha Gemini Ganesan) অমিতাভের কেমিস্ট্রি এক বিতর্কিত বিষয়। জীবনে অনেক খ্যাতি সুনাম অর্জন করেছেন তিনি। জীবনের সঞ্চিত কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকার কে হবে এ নিয়ে দর্শক মহলে কৌতুহলের সৃষ্টি হয়। শোনা যায় রেখা সারাজীবনে সঞ্চিত সম্পত্তির পরিমাণ প্রায় ৩০০ কোটির বেশি। রেখা খুব কম মানুষের সাথে মিলামিশা করে। জীবনসঙ্গী বা সন্তান না থাকায় তার এত সম্পত্তির মালিক কে হবে এ নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। 

তবে শোনা যায় রেখা সেক্রেটারি ফারজানা রেখার খুব কাছের মানুষ। ফারজানা রেখাকে মায়ের মতন দেখেন তেমনি রেখা ও ফারজানা কে সন্তানের চোখে দেখেন। রেখার বেডরুমে ফারজানাকে ছাড়া তিনি কাউকে এলাও করেন না। ৩২ বছর ধরে তাদের এই সম্পর্ক চলে আসছে। যে কারণে রেখার বেডরুমে শুধু ফারজানাই ঢুকতে পারেন। তাদের দুজনের সম্পর্ক নিয়েও একসময় কম জলঘোলা হয়নি। এই সব জল্পনা নীরবে সহ্য করেছেন তাঁরা। তাই মনে করা হয় রেখার অবর্তমানে ফারজানা এই সম্পত্তির মালিক হবে। 

তবে রেখা  (Bhanurekha Gemini Ganesan) জানিয়েছেন সম্পত্তির কিছু অংশ তিনি চারিটি তে দান করবেন। তার বৃদ্ধ ও শিশুদের প্রতি এক আলাদা টান রয়েছে। শুটিংয়ের ফাঁকে মাঝেমাঝেই ছুটে যেতেন তাদের কাছে। তবে অফিশিয়ালি এখনো কিছু জানা যায়নি। তাই তিনি কাকে এই সম্পত্তির মালিক করবেন তা ভবিষ্যতে দেখার বিষয়। দুস্থ ও গরীব শিশুদের উদ্দেশ্যেই হবে তার এই দান। তবে এগুলো সবই শোনা কথা। রেখা কিন্তু আজও নিজের মুখে তাঁর সম্পত্তি ভাগ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে দেশের এমন এক ব্যক্তিত্ব ভালো থাক ও সুস্থভাবে জীবন কাটান এমনটাই চায় সকলে। তাই কোনোদিন তার সম্পত্তি ভাগ হলেও সবার চোখের কোণ হয়তো সত্যি ভিজে উঠবে তাঁর কথা ভেবে। 

আরও পড়ুন যুদ্ধ বিধ্বংসী মনোভাবের জেরে পড়ল কোপ, বিদেশী কোম্পানির ঝাঁপ বন্ধতে আর্থিক সঙ্কটে রাশিয়া

আরও পড়ুন ভেগান বার্গারে একশ কোটি উদযাপন,ভাইরাল আলিয়ার নতুন ছবি




Leave a Reply

Back to top button