কেচ্ছায় ভরা জীবন! অবৈধ সন্তানের ভয়ে গর্ভপাত করাতেও পিছপা হননি আমির খান

জয়িতা চৌধুরি, কলকাতাঃ  দর্শকের কাছে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’  ( Mr. Perfectionist ) মেনেই আমির খান ( Amir Khan )। খুব বেশি ছবি না করলেও তাঁর ছবির কাহিনী বাকি কমার্শিয়াল ( Commercial movies ) ছবিগুলির থেকে বরাবরই আলাদা। উল্ল্যেখ্য লাগান ( Lagan ), থ্রি ইডিয়টস ( Three Idiots ), পিকে (PK)  এই ছবিগুলির গল্প এবং অভিনয় প্রতিবারেই দর্শকদের মন ছুঁয়েছেন অভিনেতা।

কর্মজীবনে যতই পারফেক্ট হন না কেন, ব্যক্তিজিবনে তার রয়েছে একাধিক কেচ্ছা ( scandal )।  কমবেশি সবাই জানেন দুটো বিয়ে করেছেন আমির খান। তবে বছরখানেক আগে সেই দ্বিতীয় বিয়েও ভেঙ্গে বেরিয়ে এসেছেন তিনি। তবে যা নিয়ে তিনি চর্চার শিখরে থাকেন তা হল অভিনেতার  বিবাহ বহির্ভুত সম্পর্ক। সম্পর্ক এতটাই গভীর ছিল যে অবৈধ সন্তানের ( Unwanted Child ) পর্যন্ত জন্ম অবধি গড়িয়েছে জল।

amir khan controversy

সূত্রের খবর, এই অবৈধ সন্তানটি অভিনেতার  ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের (Jessica Hines)  সাথে। আমিরের তার সাথে পরিচয়  ৯০ দশকের শেষের দিকে ‘গুলাম’ ছবির শুটিং ফ্লোরে। আলাপ ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে প্রেমে। আমির তখন বিবাহিত ছিলেন রীনা দত্তের। আমিরের অভিনয় জীবনের শুরু, নিজেস্ব বৈবাহিক জীবন সবকিছু  উপেক্ষা করেই গর্ভবতী হন জেসিকা। একে বিবাহিত তার ওপর নিজের কেরিয়ার তখন সবে শুরু করেছেন চিন্তায় পরে যান আমির খান।

আরও পড়ুনঃ স্টার জলসার পথ চলা, কী করে এখনও বাংলার এক নম্বর চ্যানেল হয়ে উঠল এটি

তিতিবিরক্ত আমির খান জেসিকাকে দুটি অপশন দিয়েছিলেন। এক হল, গর্ভপাত  এবং অন্যটা ছিল আমির খানকে সম্পূর্ণভাবে ভুলে যাওয়া। জেসিকা গর্ভপাত করতে রাজি হননি। তিনি বেছে নিয়েছিলেন আমির খানকে ভুলে যাওয়ার পথ। এরপর হ্যারি হাইনেস নামের একটি পুত্র সন্তানের জন্ম দেন জেসিকা। খবরের সত্যতা যাচাই করতে সংবাদমাধ্যম আমিরকে জিজ্ঞেস করলে তিনি খবরটিকে গুজব বলে  উড়িয়ে দেন।

পরবর্তীকালে একটি সাক্ষাৎকারে আমিরের সাথে সম্পর্ক নিয়ে রীতিমত বিস্ফোরক মন্তব্য করেন জেসিকা। অভিযোগের সুরে জেসিকা জানান, গর্ভবতী অবস্থায় সে কেমন আছি সেই খোজটাও একবার নেয়নি আমির খান। বর্তমানে সেই সন্তান অনেকটাই বড় হয়ে গিয়েছে। ইতিমধ্যেই অভিনয়ের জগতে পা রেখেছে ছেলেটি। মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছে হ্যারি। তবে আজও হ্যারি যে আমির খানেরই সন্তান সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। আর আমির খান নিজেও এই সমস্তটা গুজব বলেই এড়িয়ে গিয়েছেন বারেবারে।

আরও পড়ুনঃ বুড়ো হারের জোর! বয়স বাড়লেও বি-টাউনে পরকীয়ার মহারাজ আলিয়া পিতা মহেশ




Leave a Reply

Back to top button