তিনি নাকি ‘অপরিবর্তনীয়’! নিজের হাতে আঁকা ‘ট্যাটু’র রহস্য খুললেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা

প্রিয়া ধর, কলকাতাঃ বেশ কিছুদিন আগেই ধমকা হাওয়া দিয়ে ঝড় বয়ে গিয়েছিল তাই না! অবাক হচ্ছেন? এই ঝড় প্রাকৃতিক ঝড় নয়, এ হল সাউথের ঝড় ‘পুষ্পা, দ্য রাইজিং স্টার’। পুষ্পা ঝড় বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙ্গে চুরমার করে দিয়েছিল। নেটিজেনদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই সিনেমাটি। সাউথের সিনেমা যে ধীরে ধীরে উচ্চ পর্যায়ে যাচ্ছে তার জলজ্যান্ত উদাহারণ হল ‘পুষ্পা, দ্য রাইজিং স্টার’।
ডিসেম্বরের ১৭ তারিখ মুক্তি পায় আল্লু অর্জুন ও রশ্মিকা ( Actress Rashmika Mandanna )মান্দানার এই সুপার ডুপার হিট সিনেমাটি। সাউথের সুপারহিরো আল্লু অর্জুনের ধামাকারদার এন্ট্রি আর রশ্মিকার সাথে আল্লুর প্রেমে একবারে জমে ক্ষীর হয়ে যায় ‘পুষ্পা’। এই জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি দেখার জন্য ব্যাকুল ছিল ভারতীয় দর্শক। নাচের তাল ও সংলাপে তুখোড় ‘পুষ্পা, দ্য রাইজিং স্টার’ ( Pushpa: The Rise ) ব্যবসায়িকভাবেও সমসাময়িক সিনেমাগুলোকে পেছনে ফেলে সবার শীর্ষে জায়গা করে নেয়। এই সিনেমার হাত ধরেই দক্ষিনি সুন্দরী রশ্মিকা মান্দানা হয়ে উঠেছে ভারতীয় অভিনেত্রী।

আরও পড়ুন……………নাবালকের সাথে যৌনলীলায় মত্ত HIV পজিটিভ কাকিমা, সত্য প্রকাশ্যে আসতেই কপালে হাত
এই সিনেমায় অভিনয়ের পর থেকেই রশ্মিকার জনপ্রিয়তা দশগুণ বৃদ্ধি পেয়েছে। সাউথের সুন্দরী অভিনেত্রীদের তালিকা বার করলে সবার উপরেই যার নাম তিনি আর কেউ নন রশ্মিকা মান্দানা। অত্যান্ত গুণী ও রূপসী এই অভিনেত্রীকে চেনে না এমন লোক হাতেগোনা খুব কম। অনেক কম বয়সেই সিনেমায় হাতেখড়ি এই অভিনেত্রীর। প্রথম থেকেই নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন।

লক্ষ লক্ষ পুরুষ হৃদয়ের নিদ্রা হরণকারী এই সেক্সি ও লাস্যময়ী অভিনেত্রী সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল। অভিনেত্রীর যে কোনও পোস্টই রীতিমত ভাইরাল ও লক্ষাধিক ভিউস পায়। বিশাল সংখ্যক অনুরাগীদের হৃদয়ের রানী এই সাউথ সুন্দরী। অভিনেত্রীর সৌন্দর্যের মাপকাঠি আরও দ্বিগুণ করে দিয়েছে তার হাতে আঁকা ট্যাটু। নেটবাসীদের মনে প্রায়শই কৌতূহল ছিল এই ট্যাটুর অর্থ কি হতে পারে।
আরও পড়ুন………‘দাদাগিরি’র মঞ্চে হাজির বাংলার জিভে জল আনা ‘দাদা-বৌদি’ বিরিয়ানি, নামকরণের রহস্য সমাধান করলেন দাদা
সম্প্রতি এক লাইভ চ্যাটে অভিনেত্রী নিজেই এ বিষয়ে খোলসা করে বলেন এই ট্যাটুর অর্থ। তিনি জানান এর অর্থ হল অপরিবর্তনীয়। তার মতে পৃথিবীতে আর যাই হোক কোনও মানব অস্তিত্বকে কখনই পরিবর্তন ওড়া সম্ভব নয়। মানুষ অপরিবর্তনশীল। সলকেই সকলের জায়গায় বৈচিত্র্যপূর্ণ। কারো সাধ্য নেই আপনাকে পরিবর্তন করার। এই বিশ্বাস থেকেই অভিনেত্রী এই রকম ট্যাটু করানোর সিদ্ধান্ত নেন। রশ্মিকার লাইভটি দ্রুত অনুরাগীদের মাধ্যমে নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে।