Samrat Prithviraj: পৃথ্বীরাজের প্রচারে ভুয়ো তথ্য দিচ্ছেন অক্ষয় কুমার? নেটিজেনদের রোশের মুখে অভিনেতা

অনীশ দে, কলকাতা: ২০১৪ সালে ভারতীয় রাজনীতিতে পালাবদলের পর সমাজ তথা বলিউড ইন্ডাস্ট্রিতে বড় পরিবর্তন লক্ষ্য করা যায়। শাহরুখ খান, আমির খানকে তাদের মন্তব্যের জন্যে দেশ ছাড়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এমন অনেক তারকা ছিলেন যারা এই পালাবদলের সুযোগ নিয়ে সিনেমা ও রাজনীতিকে এক করে দিয়েছেন। যাদের মধ্যে অন্যতম হচ্ছে অক্ষয় কুমার (Akshay Kumar)। বিগত কয়েক বছরে অক্ষয় একাধিক ছবি করেছেন যার মধ্যে বেশ কিছু ছবি হিন্দু আবেগের সমর্থন করে, তাতে অবশ্য কোনও ভুল নেই। ভুল হচ্ছে অন্য ধর্মের অপমান, যা প্রায়শই এই ধরনের ছবিতে দেখা যায়।

কিন্তু সমর্থন করতে গিয়ে যদি কেউ মাথা নত করেন, সেটা সমস্যা। বিশেষ করে তারকারা, কারণ তাদেরকে লক্ষ লক্ষ মানুষ ভরসা করেন জাত ধর্ম নির্বিশেষে। সম্রাট পৃথ্বীরাজ (Samrat Prithviraj) তেমনই এক ছবি, যেখানে হিন্দুত্ব-বাদ রয়েছে, ইসলাম বিদ্বেষ রয়েছে। এমনকি এই ছবির প্রচারের সময় অক্ষয় (Akshay Kumar) বারবার মিথ্যে কথা বলেছেন অক্ষয়। সংবাদমাধ্যমগুলিতে ছবির প্রচার করতে গিয়ে তিনি জানিয়েছেন, পৃথ্বীরাজের বিষয়ে আমাদের কখনও ঠিকঠাক জানান হয়নি। তার তুলনায় বেশি আলোকিত করা হয়েছে মুঘল সম্রাটদের ইতিহাস, এমনটাই দাবি তার।

akki 1

কিন্তু নেটি-জেনরা বলছেন অন্য কথা। তাদের মতে অক্ষয় যে ইতিহাসের বইটি দেখিয়ে উদাহরণ দিচ্ছেন সেটি সিবিএসসি বোর্ডের ক্লাস ৭- এর বই। যেখানে পৃথ্বীরাজকে নিয়ে রয়েছে মাত্র একটা চ্যাপ্টার। কিন্তু অক্ষয় ভুলে গেছেন হয়তো, ওই একই কক্ষের ইংরেজি বইতে ২টো চ্যাপ্টার জুড়ে সম্রাট পৃথ্বীরাজ (Samrat Prithviraj) সম্পর্কে বিস্তারে লেখা হয়েছে যা অক্ষয় বলেননি। তবে কি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে অনুপ্রাণিত হচ্ছেন অক্ষয়? রয়েছে প্রশ্ন। এই ছবিকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও উত্তরাখণ্ডে করমুক্ত ঘোষণা করায় উচ্ছ্বসিত বিজেপি ও অক্ষয় ভক্তরা।

akki 3

এমনকি ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে অক্ষয়ের পাশে বসে ছবিটি দেখেন যোগী আদিত্যনাথ। উচ্চ নেতৃত্বের সাথে অক্ষয়ের এই সম্পর্ক অনেকেই ভালো চোখে দেখেন না। এই বিষয়ে রাহুল গান্ধী বলেছেন, ‘যোগী আদিত্যনাথকে মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন কাজ করার জন্য, আর উনি এখানে সিনেমা দেখছেন’। সম্প্রতি অক্ষয়ের (Akshay Kumar) কোন ছবিই বড়পর্দায় দর্শক টানতে পারেনি তেমন। হিন্দু আবেগে সুড়সুড়ি দিয়ে কি তাতে সক্ষম হবেন অক্ষয়? এখন সেটাই দেখার অপেক্ষা।




Leave a Reply

Back to top button