টাকার লোভে জীবন বরবাদ! মাফিয়াদের প্রেমে পড়ে প্রাণ দিয়েছেন এই সুন্দরী বলি-নায়িকারা

মন্টি শীল, কলকাতা : বিতর্ক, এই শদ্বটার সঙ্গে অতপ্রত ভাবে জড়িয়ে রয়েছে বলিউডের একাধিক জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীদের নাম। সচরাচর দেখা যায়, একটা বলিউড সিনেমার তুলনায় দর্শক মহল বেশী আগ্রহী তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে। বিশেষত তাদের ভালোবাসার সম্পর্ককে কেন্দ্র করে। সাধারণত দেখা যায় বলিউড অভিনেত্রীদের (Bollywood Actress) দেখা যায় একজন বিশিষ্ট জনপ্রিয় অভিনেতা অথবা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রেমে মগ্ন হয়ে উঠেছেন। কিন্তু বিনোদনের এই বিশেষ জগতে এমনও কিছু অভিনেত্রীরা রয়েছেন যারা ভালোবাসার নেশায় একজন আন্ডারওয়াল্ড ডনের (Underworld Don) এর প্রিয়তমা হয়েছেন। একনজরে দেখে নিন সেই অভিনেত্রীদের,
• মনিকা বেদী
বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী মনিকা বেদী (Monika Bedi) একটা সময় তার অভিনয় ক্যারিয়ারে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। তার অভিনয়ের দরুন আজও কিছু কিছু সিনেমা প্রেমিদের হৃদয়ে গেঁথে রয়েছেন এই অভিনেত্রী। কিন্তু জানা গিয়েছিল, এই জনপ্রিয় বলি অভিনেত্রী কুখ্যাত আন্ডারওয়াল্ড ডন আবু সালেমের প্রেমে পড়েছিলেন। শুধু তাই নয় কেবল ভালোবাসার দরুন হাজতবাস পর্যন্ত করতে হয়েছিল এই অভিনেত্রীকে।
• অনিতা আইয়ুব
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনিতা আইয়ুবের (Anita Ayub) সঙ্গে কুখ্যাত আন্ডারওয়াল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হন। যদিও তার পরবর্তী সময়ে বলিউডের একাধিক পরিচালক অভিনেত্রীকে সিনেমায় নিতে অস্বীকার করেন। যাদের মধ্যে এক অন্যতম নাম হল জাভেদ সিদ্দিকী। শোনা যায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলিউডের ওই পরিচালকে হত্যা করেন দাউদ।
• মন্দাকিনী
সচরাচর বলিউড অভিনেত্রী মন্দাকিনী (Mandakini)-এর অভিনয় দেখে আজও রীতিমতো মুগ্ধ আট থেকে আশি। অভিনেত্রী বিশেষত দর্শকদের নজর কেড়েছিলেন ‘রাম তেরি গঙ্গা মেলি’-তে অভিনয়ের মধ্য দিয়ে। কিন্তু শোনা গিয়েছিল, এই অভিনেত্রীর প্রেমে পাগল ছিলেন আন্ডারওয়াল্ড ডন দাউদ ইব্রাহিম। এমনকি বহুবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও পরবর্তী সময়ে অভিনেত্রী তাদের এই সম্পর্কের কথা অস্বীকার করেছেন।
• মমতা কুলকার্নি
বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী মমতা কুলকার্নি (Mamata Kulkarni)খুব কম বয়সেই বিনোদনের জগতে নিজের খ্যাতি স্থাপন করেছিলেন। এই অভিনেত্রী দর্শকদের উপহার দিয়েছেন একাধিক হিট সিনেমা। এমনকি একসময়ে তার অভিনয়ে রীতিমতো মুগ্ধ ছিলেন আট থেকে আশি সকলেই। কিন্তু বলিউডের এই অভিনেত্রী তার ক্ষ্যাতিনামাকে দীর্ঘস্থায়ী করতে পারেননি। কুখ্যাত আন্ডারওয়াল্ড ডন ভিকি গোস্বামীর সঙ্গে মাদক কান্ডে জড়িয়ে পরেন অভিনেত্রী। এমনকি এই ঘটনার জন্য হাজত বাসও করতে হয় তাকে।